ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে। ৬০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রে এখন ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে যা, দু-একদিনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিদ্যুৎ উৎপাদন উদ্বোধন করে বলেন, এ বছরের শেষের দিকে কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে যাবে।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে বেসরকারিখাতে প্রতিষ্ঠা করা হয়েছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। বাঁকখালী নদীর তীরে এ বায়ু বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৬০ মেগাওয়াট।

এরই মধ্যে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। যা আগামী দু-একদিনের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এমন খবরে খুশি এলাকাবাসী।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বাতাস থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২২টি টারবাইন স্থাপন করা হবে, যার প্রতিটি টারবাইন ৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ইতোমধ্যে ১০টি টারবাইন স্থাপন করা হয়েছে। বিকল্প হিসেবে আরও দুটি টারবাইন বসানো হবে।

কক্সবাজারে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১৫০ মেগাওয়াট। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হলে এলাকার বিদ্যুৎ সংকট কাটবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বুধবার বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন উদ্বোধন করেন। পিডিবি এই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে। তিনি বলেন, সরকার বেসরকারি খাতে বায়ু বিদ্যুৎ প্রকল্প করার সুযোগ দিচ্ছে।

কক্সবাজার সদরের খুরুশকুলে স্থাপিত এই বায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ ২০২২ সালের মার্চে শুরু হয়। চীনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউএস ডিকে গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

আপডেট সময় : ১১:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে। ৬০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রে এখন ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে যা, দু-একদিনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিদ্যুৎ উৎপাদন উদ্বোধন করে বলেন, এ বছরের শেষের দিকে কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে যাবে।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে বেসরকারিখাতে প্রতিষ্ঠা করা হয়েছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। বাঁকখালী নদীর তীরে এ বায়ু বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৬০ মেগাওয়াট।

এরই মধ্যে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। যা আগামী দু-একদিনের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এমন খবরে খুশি এলাকাবাসী।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বাতাস থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২২টি টারবাইন স্থাপন করা হবে, যার প্রতিটি টারবাইন ৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ইতোমধ্যে ১০টি টারবাইন স্থাপন করা হয়েছে। বিকল্প হিসেবে আরও দুটি টারবাইন বসানো হবে।

কক্সবাজারে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১৫০ মেগাওয়াট। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হলে এলাকার বিদ্যুৎ সংকট কাটবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বুধবার বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন উদ্বোধন করেন। পিডিবি এই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে। তিনি বলেন, সরকার বেসরকারি খাতে বায়ু বিদ্যুৎ প্রকল্প করার সুযোগ দিচ্ছে।

কক্সবাজার সদরের খুরুশকুলে স্থাপিত এই বায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ ২০২২ সালের মার্চে শুরু হয়। চীনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউএস ডিকে গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।