ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশজুড়ে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক প্রতিবেদক : দেশের বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী। কবির প্রতি শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে চলছে উদযাপন। নজরুল অনুরাগীরা বলছেন, বিদ্রোহী কবির লেখনি যুগে যুগে প্রেরণা যুগিয়েছে মুক্তিকামী মানুষকে। অনুপ্রাণিত করেছে অসা¤প্রদায়িক ও সমতার দেশ গড়তে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ১২৪তম জন্মদিন উপলক্ষ্যে সকালে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানায় পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ। বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের ক্ষেত্রে নজরুল চর্চার বিকল্প নেই বলে জানান শ্রদ্ধা নিবেদন করতে আসা নজরুল অনুরাগীরা।

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্যায়ের তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা। উদ্বোধন করেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ। এদিকে, ত্রিশালের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দু’দিন ব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

ত্রিশাল উপজেলা প্রশাসন ও প্রেসক্লাবের আয়োজনে সকালে একটি শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ময়মনসিংহ শহরে ‘বাংলাদেশ নজরুল সেনা স্কুলে’র আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে কুমিল্লায় তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকালে নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

এছাড়া, দিনাজপুরের হিলিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা ও নজরুল সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

দেশজুড়ে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ১১:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

ডেস্ক প্রতিবেদক : দেশের বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী। কবির প্রতি শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে চলছে উদযাপন। নজরুল অনুরাগীরা বলছেন, বিদ্রোহী কবির লেখনি যুগে যুগে প্রেরণা যুগিয়েছে মুক্তিকামী মানুষকে। অনুপ্রাণিত করেছে অসা¤প্রদায়িক ও সমতার দেশ গড়তে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ১২৪তম জন্মদিন উপলক্ষ্যে সকালে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানায় পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ। বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের ক্ষেত্রে নজরুল চর্চার বিকল্প নেই বলে জানান শ্রদ্ধা নিবেদন করতে আসা নজরুল অনুরাগীরা।

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্যায়ের তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা। উদ্বোধন করেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ। এদিকে, ত্রিশালের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দু’দিন ব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

ত্রিশাল উপজেলা প্রশাসন ও প্রেসক্লাবের আয়োজনে সকালে একটি শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ময়মনসিংহ শহরে ‘বাংলাদেশ নজরুল সেনা স্কুলে’র আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে কুমিল্লায় তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকালে নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

এছাড়া, দিনাজপুরের হিলিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা ও নজরুল সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন করা হয়।