ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তিন পুলিশ সুপারের কর্মকাণ্ডে সরকার সন্তুষ্ট ছিল না : মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / ৪৯৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরের বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সরকারের কছে মনে হয়েছে তাদের কর্মকাণ্ড সরকার সন্তুষ্ট নয়। এ জন্য তিন পুলিশ সুপারকে সময়ের আগেই অবসরে পাঠানো হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিন পুলিশ সুপারকে কেন অবসরে পাঠানো হলো- এমন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এটা সরকারের একটা রুটিন কাজ। তাদের বিষয়ে সরকারের কাছে নিশ্চয়ই এমন কিছু তথ্য ছিল যে কারণে তাদের অবসরে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, আজকের সভায় আলোচনা হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক রয়েছে। পূজা সফলভাবে শেষ হয়েছে। কিন্তু রোহিঙ্গা নিয়ে সরকার উদ্বিগ্ন। সীমান্তে আইন শৃ্ঙ্খলা নিয়ে সরকার সচেতন। রোহিঙ্গাদের মধ্যে উশৃঙ্খল মানুষ আছে, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এটা বন্ধ করতে কঠোর নজরদারি করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে যাতে মাদক আসতে না পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সাইবার ক্রাইমের মাধ্যমে বিদেশে বসে অনেকে অপকর্ম করছে জানিয়ে তিনি বলেন, এদের নিয়ন্ত্রণ করা কঠিন, তাই এ ব্যপারে কঠোর হচ্ছে সরকার। সাইবার ক্রিমিন্যালরা সব দেশের বাইরে থাকার কারণে এদের সবসময় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, কিভাবে তাদের চিহ্নিত করা যায়, আরো পদক্ষেপ নেওয়া যায়, সেগুলো আমরা আরো গভীরভাবে দেখব।

মোজাম্মেল হক বলেন, দেশ থেকে টাকা পাচারের বিষয়টি আমরা ইদানীং পত্রপত্রিকায় দেখেছি। সেগুলো তদন্ত করে দেখা হবে। এরই মধ্যে ৭০০টির বেশি মানি এক্সচেঞ্জের লোকজন ধরা পড়েছে। তদন্তসাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

তিন পুলিশ সুপারের কর্মকাণ্ডে সরকার সন্তুষ্ট ছিল না : মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরের বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সরকারের কছে মনে হয়েছে তাদের কর্মকাণ্ড সরকার সন্তুষ্ট নয়। এ জন্য তিন পুলিশ সুপারকে সময়ের আগেই অবসরে পাঠানো হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিন পুলিশ সুপারকে কেন অবসরে পাঠানো হলো- এমন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এটা সরকারের একটা রুটিন কাজ। তাদের বিষয়ে সরকারের কাছে নিশ্চয়ই এমন কিছু তথ্য ছিল যে কারণে তাদের অবসরে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, আজকের সভায় আলোচনা হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক রয়েছে। পূজা সফলভাবে শেষ হয়েছে। কিন্তু রোহিঙ্গা নিয়ে সরকার উদ্বিগ্ন। সীমান্তে আইন শৃ্ঙ্খলা নিয়ে সরকার সচেতন। রোহিঙ্গাদের মধ্যে উশৃঙ্খল মানুষ আছে, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এটা বন্ধ করতে কঠোর নজরদারি করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে যাতে মাদক আসতে না পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সাইবার ক্রাইমের মাধ্যমে বিদেশে বসে অনেকে অপকর্ম করছে জানিয়ে তিনি বলেন, এদের নিয়ন্ত্রণ করা কঠিন, তাই এ ব্যপারে কঠোর হচ্ছে সরকার। সাইবার ক্রিমিন্যালরা সব দেশের বাইরে থাকার কারণে এদের সবসময় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, কিভাবে তাদের চিহ্নিত করা যায়, আরো পদক্ষেপ নেওয়া যায়, সেগুলো আমরা আরো গভীরভাবে দেখব।

মোজাম্মেল হক বলেন, দেশ থেকে টাকা পাচারের বিষয়টি আমরা ইদানীং পত্রপত্রিকায় দেখেছি। সেগুলো তদন্ত করে দেখা হবে। এরই মধ্যে ৭০০টির বেশি মানি এক্সচেঞ্জের লোকজন ধরা পড়েছে। তদন্তসাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।