ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তরুণীর ভিডিও ভাইরালের ভয়ে অর্থ আদায় : যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • / ৪১৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডন প্রবাসী তরুণীর ছবি-ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া শিব্বির আহমদ (৩১) নামে যুবককে গ্রেফতার করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ। শনিবার (১৫ জুন) তরুণীর চাচা বাদী হয়ে জগন্নাথপুর থানায় শিব্বির আহমদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও অর্থ আত্মসাৎ আইনে মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (দক্ষিণ পাড়া) এলাকার রহমত আলীর ছেলে অভিযুক্ত শিব্বির।

জানা গেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দেশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে আসেন ওই তরুণী। শিব্বির ওই তরুণীর বাড়িতে ব্যক্তিগত গাড়ি চালকের কাজ করতেন। সেই সুবাদে কৌশলে ওই তরুণীর ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। একপর্যায়ে তরুণীর কাছ থেকে ছবি আর ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে হাতিয়ে নেন মোটা অংকের টাকা।

মামলার বাদী তরুণীর চাচা জানান, শিব্বির কৌশলে আমার ভাতিজির ছবি ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে বিভিন্ন মাধ্যমে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। গত শুক্রবার সে ফোনের মাধ্যমে আরো ৫ লাখ টাকা দাবি করলে আমার ভাতিজি বিষয়টি আমাদের জানায়। পরে আমরা আইনের আশ্রয় নেই। জগন্নাথপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

তরুণীর ভিডিও ভাইরালের ভয়ে অর্থ আদায় : যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

লন্ডন প্রবাসী তরুণীর ছবি-ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া শিব্বির আহমদ (৩১) নামে যুবককে গ্রেফতার করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ। শনিবার (১৫ জুন) তরুণীর চাচা বাদী হয়ে জগন্নাথপুর থানায় শিব্বির আহমদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও অর্থ আত্মসাৎ আইনে মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (দক্ষিণ পাড়া) এলাকার রহমত আলীর ছেলে অভিযুক্ত শিব্বির।

জানা গেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দেশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে আসেন ওই তরুণী। শিব্বির ওই তরুণীর বাড়িতে ব্যক্তিগত গাড়ি চালকের কাজ করতেন। সেই সুবাদে কৌশলে ওই তরুণীর ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। একপর্যায়ে তরুণীর কাছ থেকে ছবি আর ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে হাতিয়ে নেন মোটা অংকের টাকা।

মামলার বাদী তরুণীর চাচা জানান, শিব্বির কৌশলে আমার ভাতিজির ছবি ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে বিভিন্ন মাধ্যমে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। গত শুক্রবার সে ফোনের মাধ্যমে আরো ৫ লাখ টাকা দাবি করলে আমার ভাতিজি বিষয়টি আমাদের জানায়। পরে আমরা আইনের আশ্রয় নেই। জগন্নাথপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাখ//আর