ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাকা মহানগরীতে বিএনপির এক ঘণ্টার মানববন্ধন পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / ৪৫৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগরীতে বিএনপির মানববন্ধন করেছে।

আজ শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পূর্বঘোষিত যুগপৎ কর্মসূচি শুরু হয়। দুপুর ১২ পর্যন্ত এ কর্মসূচি চলে।

ঢাকা মহানগর দক্ষিণের এ কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এছড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও বক্তব্য দেন।

ঢাকা মহানগরীতে আবদুল্লাহপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি শুরু হয় বলে জানান ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

ঢাকা মহানগর উত্তরের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দেন। বেলা ১১টায় উত্তর বাড্ডা সুবাস্তু নজর ভ্যালী সামনে থেকে শুরু হয় কর্মসূচি।

এছাড়া একই সময়ে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

ঢাকা মহানগরীতে বিএনপির এক ঘণ্টার মানববন্ধন পালন

আপডেট সময় : ১২:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগরীতে বিএনপির মানববন্ধন করেছে।

আজ শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পূর্বঘোষিত যুগপৎ কর্মসূচি শুরু হয়। দুপুর ১২ পর্যন্ত এ কর্মসূচি চলে।

ঢাকা মহানগর দক্ষিণের এ কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এছড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও বক্তব্য দেন।

ঢাকা মহানগরীতে আবদুল্লাহপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি শুরু হয় বলে জানান ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

ঢাকা মহানগর উত্তরের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দেন। বেলা ১১টায় উত্তর বাড্ডা সুবাস্তু নজর ভ্যালী সামনে থেকে শুরু হয় কর্মসূচি।

এছাড়া একই সময়ে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি।