ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ট্রাম্পের প্রতিষ্ঠানকে ১৬ লাখ ডলার জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • / ৪৪৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

কর ফাঁকি ও এ সম্পর্কিত জাল-জালিয়াতির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনকে ১৬ লাখ ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। ট্রাম্প যখন আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তখন তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই রায় প্রতীকীভাবে তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছে রয়টার্স।

সেই সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের শীর্ষ নির্বাহী অ্যালেন ওয়েইসেলবার্গকে এ জালিয়াতিতে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে আলাদাভাবে ২০ লাখ ডলার জরিমানা ও ৫ মাস কারাবাসের সাজাও দিয়েছেন আদালত।

ব্যবসায়িক রেকর্ড জাল করার মাধ্যমে প্রতারণা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে গত মাসে দোষী সাব্যস্ত হয়েছিল ট্রাম্প অর্গানাইজেশনের অঙ্গ প্রতিষ্ঠান ট্রাম্প কর্পোরেশন ও ট্রাম্প পেরোল কর্পোরেশন। বিচারে ১৭টি অভিযোগ প্রমাণিত হয় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে। অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের পরিবারের নির্মাণ খাতের ব্যবসা আছে। ট্রাম্প নিজেও একজন নির্মাণ ব্যবসায়ী ছিলেন। তার প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনও মূলত যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান। তবে ডোনাল্ড ট্রাম্প এখন আর ট্রাম্প অর্গানাইজেশন দেখাশোনা করেন না। এটি দেখভালের দায়িত্বে আছেন তার দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প।

মামলায় সরকার পক্ষের কৌঁসুলি ম্যানহাটন জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ রায়ের পর বলেন, যদিও কর্পোরেশনগুলো কারাভোগ করতে পারে না, এরপরও দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা কর্পোরেশন ও নির্বাহীদের জন্য একটি বার্তা যে, আপনি কর কর্তৃপক্ষের সাথে প্রতারণা করতে পারবেন না এবং এটি থেকে বেরিয়ে যেতে পারবেন না।

মামলার কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বেশ কয়েকবার কর ফাঁকি দিয়েছে ট্রাম্প অর্গানাইজেশনের অধীন দুই অঙ্গ প্রতিষ্ঠান ট্রাম্প কর্পোরেশন এবং ট্রাম্প পেরোল কর্পোরেশন।

অর্থাৎ এই দুই প্রতিষ্ঠানের ওপর যে কর ধার্য করা হয়েছিল, সেই কর এড়িয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলো এবং আদালতের রায় অনুযায়ী, এই অনিয়মের সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশন ও তার প্রধান নির্বাহী অ্যালেন ওয়েইসেল বার্গ সরাসরি যুক্ত। আদালতের রায়ে ট্রাম্প ও তার দুই ছেলেকে কোনো সাজা দেওয়া হয়নি। সূত্র : রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের প্রতিষ্ঠানকে ১৬ লাখ ডলার জরিমানা

আপডেট সময় : ১১:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

কর ফাঁকি ও এ সম্পর্কিত জাল-জালিয়াতির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনকে ১৬ লাখ ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। ট্রাম্প যখন আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তখন তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই রায় প্রতীকীভাবে তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছে রয়টার্স।

সেই সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের শীর্ষ নির্বাহী অ্যালেন ওয়েইসেলবার্গকে এ জালিয়াতিতে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে আলাদাভাবে ২০ লাখ ডলার জরিমানা ও ৫ মাস কারাবাসের সাজাও দিয়েছেন আদালত।

ব্যবসায়িক রেকর্ড জাল করার মাধ্যমে প্রতারণা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে গত মাসে দোষী সাব্যস্ত হয়েছিল ট্রাম্প অর্গানাইজেশনের অঙ্গ প্রতিষ্ঠান ট্রাম্প কর্পোরেশন ও ট্রাম্প পেরোল কর্পোরেশন। বিচারে ১৭টি অভিযোগ প্রমাণিত হয় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে। অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের পরিবারের নির্মাণ খাতের ব্যবসা আছে। ট্রাম্প নিজেও একজন নির্মাণ ব্যবসায়ী ছিলেন। তার প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনও মূলত যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান। তবে ডোনাল্ড ট্রাম্প এখন আর ট্রাম্প অর্গানাইজেশন দেখাশোনা করেন না। এটি দেখভালের দায়িত্বে আছেন তার দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প।

মামলায় সরকার পক্ষের কৌঁসুলি ম্যানহাটন জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ রায়ের পর বলেন, যদিও কর্পোরেশনগুলো কারাভোগ করতে পারে না, এরপরও দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা কর্পোরেশন ও নির্বাহীদের জন্য একটি বার্তা যে, আপনি কর কর্তৃপক্ষের সাথে প্রতারণা করতে পারবেন না এবং এটি থেকে বেরিয়ে যেতে পারবেন না।

মামলার কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বেশ কয়েকবার কর ফাঁকি দিয়েছে ট্রাম্প অর্গানাইজেশনের অধীন দুই অঙ্গ প্রতিষ্ঠান ট্রাম্প কর্পোরেশন এবং ট্রাম্প পেরোল কর্পোরেশন।

অর্থাৎ এই দুই প্রতিষ্ঠানের ওপর যে কর ধার্য করা হয়েছিল, সেই কর এড়িয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলো এবং আদালতের রায় অনুযায়ী, এই অনিয়মের সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশন ও তার প্রধান নির্বাহী অ্যালেন ওয়েইসেল বার্গ সরাসরি যুক্ত। আদালতের রায়ে ট্রাম্প ও তার দুই ছেলেকে কোনো সাজা দেওয়া হয়নি। সূত্র : রয়টার্স।