ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টায়ার ফেটে যাওয়ায় ঢাকায় বিমানের জরুরি অবতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / ৪৪৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ করেছে। মাঝ আকাশে ফ্লাইটের একটি চাকার টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেয়।

সোমবার (৬ মার্চ) সকালে বিজি-৩৯২ ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফ্লাইটটি কলকাতা থেকে ঢাকায় আসছিল। মাঝ আকাশে বিমানের পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। ফ্লাইটে মোট ৭২ যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি কানাডা থেকে আমদানি করা ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দ্বারা পরিচালিত হচ্ছিল। এটি ভারতের স্থানীয় সময় ৮টা ৪৯ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়। এর আগে কলকাতা থেকে ওড়ার পরপরই পাইলট বুঝতে পারেন বিমানের চাকা ফেটে গেছে। পরে তিনি কলকাতায় অবতরণ না করে সেই ফ্লাইটি জরুরি অবতরণের জন্য হজরত শাহজালাল বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চান। ঢাকায় আসার পর সেই ফ্লাইট শাহজালালের আকাশে দুইবার চক্কর দেয়। এ সময় বিমানবন্দরের সংশ্লিষ্টরা কোন চাকাটি ফেটে গেছে তা পর্যবেক্ষণ করেন। এরপর জানতে পারেন পেছনের ভেতরের একটি চাকা ফেটে গেছে। পরে সেই ফ্লাইটটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়। সকাল পৌনে ১০টার দিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুতি সম্পন্ন করে। পরে সকাল ১০টায় এটি নিরাপদে অবতরণ করে। এদিকে অবতরণের সময় যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উপস্থিত ছিল। তবে তাদের কাজ করতে হয়নি।

এদিকে বিমানবন্দরের আরেকটি সূত্র জানিয়েছে, বিমানের এই ফ্লাইটটি জরুরি অবতরণের জন্য প্রায় আধাঘণ্টা আগে থেকে সবধরনের বিমান ওঠানামা বন্ধ ছিল। ফ্লাইটটি অবতরণের আগে ঢাকার আকাশে দুইবার চক্কর দিয়ে শাহজালাল বিমানবন্দরের রানওয়ের অবস্থা জেনে তারপর অবতরণ করে। এ সময় ফ্লাইটে থাকা ৭২ যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাইলট ও বিমান ক্রুরা তাদের বারবার আশ্বস্ত করেন। শেষ পর্যন্ত সবাই অক্ষতভাবে অবতরণে সক্ষম হন।

রোববার (৫ মার্চ) মাঝ আকাশে ফ্লাইটের নোজ হুইল টায়ার বার্স্ট (চাকা ফেটে যাওয়া) হওয়ায় বরিশাল থেকে ঢাকাগামী একটি ক্যালিব্রেশন ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ করে।

নিউজটি শেয়ার করুন

টায়ার ফেটে যাওয়ায় ঢাকায় বিমানের জরুরি অবতরণ

আপডেট সময় : ০১:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ করেছে। মাঝ আকাশে ফ্লাইটের একটি চাকার টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেয়।

সোমবার (৬ মার্চ) সকালে বিজি-৩৯২ ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফ্লাইটটি কলকাতা থেকে ঢাকায় আসছিল। মাঝ আকাশে বিমানের পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। ফ্লাইটে মোট ৭২ যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি কানাডা থেকে আমদানি করা ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দ্বারা পরিচালিত হচ্ছিল। এটি ভারতের স্থানীয় সময় ৮টা ৪৯ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়। এর আগে কলকাতা থেকে ওড়ার পরপরই পাইলট বুঝতে পারেন বিমানের চাকা ফেটে গেছে। পরে তিনি কলকাতায় অবতরণ না করে সেই ফ্লাইটি জরুরি অবতরণের জন্য হজরত শাহজালাল বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চান। ঢাকায় আসার পর সেই ফ্লাইট শাহজালালের আকাশে দুইবার চক্কর দেয়। এ সময় বিমানবন্দরের সংশ্লিষ্টরা কোন চাকাটি ফেটে গেছে তা পর্যবেক্ষণ করেন। এরপর জানতে পারেন পেছনের ভেতরের একটি চাকা ফেটে গেছে। পরে সেই ফ্লাইটটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়। সকাল পৌনে ১০টার দিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুতি সম্পন্ন করে। পরে সকাল ১০টায় এটি নিরাপদে অবতরণ করে। এদিকে অবতরণের সময় যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উপস্থিত ছিল। তবে তাদের কাজ করতে হয়নি।

এদিকে বিমানবন্দরের আরেকটি সূত্র জানিয়েছে, বিমানের এই ফ্লাইটটি জরুরি অবতরণের জন্য প্রায় আধাঘণ্টা আগে থেকে সবধরনের বিমান ওঠানামা বন্ধ ছিল। ফ্লাইটটি অবতরণের আগে ঢাকার আকাশে দুইবার চক্কর দিয়ে শাহজালাল বিমানবন্দরের রানওয়ের অবস্থা জেনে তারপর অবতরণ করে। এ সময় ফ্লাইটে থাকা ৭২ যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাইলট ও বিমান ক্রুরা তাদের বারবার আশ্বস্ত করেন। শেষ পর্যন্ত সবাই অক্ষতভাবে অবতরণে সক্ষম হন।

রোববার (৫ মার্চ) মাঝ আকাশে ফ্লাইটের নোজ হুইল টায়ার বার্স্ট (চাকা ফেটে যাওয়া) হওয়ায় বরিশাল থেকে ঢাকাগামী একটি ক্যালিব্রেশন ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ করে।