ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • / ৪৩৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ব্রিসবেনে ম্যাচটি শুরু হচ্ছে আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে এই ম্যাচে টস জিতেছে আফগানিস্তান, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে।

তবে জয়-পরাজয় বড় কথা নয়। মূল বিশ্বকাপ শুরুর আগে এই ম্যাচটি বাংলাদশের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার, টিম কম্বিনেশন ঠিকঠাক করে নেওয়ার।

এশিয়া কাপ থেকে ত্রিদেশীয় সিরিজ-ব্যর্থতার গল্প সবখানেই। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ বাংলাদেশের সামনে। আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে টিম টাইগার্সের প্রতিপক্ষ আফগানরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের শক্তিমত্তায় অনেক এগিয়ে আফগানরা। এই দলের সঙ্গে মুখোমুখি আট দেখায় বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে পরাজয় ৫টি। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে টানা চার হারের পর আফগানদের বিপক্ষে স্বস্তির জয় পেলে দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।

শ্রীরামের অধীনে ত্রিদেশীয় সিরিজে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ। বিশেষ করে ওপেনিং জুটিতে রদবদল ছিল নিয়মিত চিত্র। সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তকে মেকশিফট ওপেনার হিসেবে দাঁড় করানোর চেষ্টা হয়েছে। তবে সেসব কাজে আসেনি। আর তাই প্রথাগত ওপেনিং জুটিতেই ফিরতে হচ্ছে।

বাজে ফর্মে দল থেকে বাদ পড়েছেন দীর্ঘদিন পর ফেরা সাব্বির রহমান। তার বদলি হিসেবে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। বোলিংয়েও পরিবর্তন এসেছে বাংলাদেশের। বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। মূল দলে ঢুকে পড়েছেন শরিফুল ইসলাম।

আগামী ২৪ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। এর আগে আফগানিস্তান ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় : ০২:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ব্রিসবেনে ম্যাচটি শুরু হচ্ছে আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে এই ম্যাচে টস জিতেছে আফগানিস্তান, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে।

তবে জয়-পরাজয় বড় কথা নয়। মূল বিশ্বকাপ শুরুর আগে এই ম্যাচটি বাংলাদশের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার, টিম কম্বিনেশন ঠিকঠাক করে নেওয়ার।

এশিয়া কাপ থেকে ত্রিদেশীয় সিরিজ-ব্যর্থতার গল্প সবখানেই। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ বাংলাদেশের সামনে। আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে টিম টাইগার্সের প্রতিপক্ষ আফগানরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের শক্তিমত্তায় অনেক এগিয়ে আফগানরা। এই দলের সঙ্গে মুখোমুখি আট দেখায় বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে পরাজয় ৫টি। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে টানা চার হারের পর আফগানদের বিপক্ষে স্বস্তির জয় পেলে দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।

শ্রীরামের অধীনে ত্রিদেশীয় সিরিজে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ। বিশেষ করে ওপেনিং জুটিতে রদবদল ছিল নিয়মিত চিত্র। সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তকে মেকশিফট ওপেনার হিসেবে দাঁড় করানোর চেষ্টা হয়েছে। তবে সেসব কাজে আসেনি। আর তাই প্রথাগত ওপেনিং জুটিতেই ফিরতে হচ্ছে।

বাজে ফর্মে দল থেকে বাদ পড়েছেন দীর্ঘদিন পর ফেরা সাব্বির রহমান। তার বদলি হিসেবে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। বোলিংয়েও পরিবর্তন এসেছে বাংলাদেশের। বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। মূল দলে ঢুকে পড়েছেন শরিফুল ইসলাম।

আগামী ২৪ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। এর আগে আফগানিস্তান ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।