ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জুড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কে ঘটছে দুর্ঘটনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি :

বন্যার ৬ মাস পেরিয়ে গেলেও কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক সড়কের বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্ত¡র এলাকা থেকে জাঙিরাই সেতু পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে হাজার হাজার যাত্রী ও যানবাহন নিত্যদিন ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করছে। ‘সড়কটি মেরামতের জন্য উদ্যোগ নেয়া হয়েছে’ কর্তৃপক্ষ এমন ভাষ্য দিলেও বাস্তবে তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্ত¡র এলাকা থেকে জাঙিরাই সেতু পর্যন্ত  সড়কে পিচ উঠে  বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে প্রায়ই যানবাহন দুর্ঘটনায় পতিত হচ্ছে। ফলে যাত্রী ও যানবাহন মালিকেরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

মৌলভীবাজারের জুড়ীতে বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বিভিন্ন সড়ক। তার মধ্যে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বীরমুক্তিযোদ্ধা এমএ মুমিত আসুক চত্ত¡র থেকে জাঙিরাই সেতুপর্যন্ত সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে চরম ভোগান্তিতে দুই উপজেলার লাখ লাখ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
বিশেষকরে রাতের বেলা এ সড়কটি একটি মৃত্যু কূপে পরিণত হয়েছে। যে কোনো সময় প্রাণহানিসহ বড় ধরণের দুর্ঘটনা ঘটার শংকায় যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। ব্যস্ত এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। ফলে চালক ও পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ছোট যানবাহনের মধ্যে সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেল গর্তে পড়ে যাত্রীরা আহত হচ্ছেন।

এ সড়কে চলাচলকারী মিলাদ হোসেনসহ কয়েকজন চালক জানান, এ সড়কটি দীর্ঘদিন ধরে খানা-খন্দে ভরে থাকায় চলাচলে অনেক কষ্ট হচ্ছে। তাছাড়া চলাচলের বিকল্প কোনো সড়ক না থাকায় বাধ্য হয়ে দুর্ভোগ-দুর্গতি সহ্য করেও এ সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এ সড়ক দিয়েই কুলাউড়া-বড়লেখা-বিয়ানীবাজার যাতায়াত করতে হয়। তাই জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করতে সংশ্লিষ্টদের সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন যাত্রীসাধারণ।

মৌলভীবাজার সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সারথী বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সড়কটি মেরামতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কে ঘটছে দুর্ঘটনা

আপডেট সময় : ০৮:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি :

বন্যার ৬ মাস পেরিয়ে গেলেও কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক সড়কের বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্ত¡র এলাকা থেকে জাঙিরাই সেতু পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে হাজার হাজার যাত্রী ও যানবাহন নিত্যদিন ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করছে। ‘সড়কটি মেরামতের জন্য উদ্যোগ নেয়া হয়েছে’ কর্তৃপক্ষ এমন ভাষ্য দিলেও বাস্তবে তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্ত¡র এলাকা থেকে জাঙিরাই সেতু পর্যন্ত  সড়কে পিচ উঠে  বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে প্রায়ই যানবাহন দুর্ঘটনায় পতিত হচ্ছে। ফলে যাত্রী ও যানবাহন মালিকেরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

মৌলভীবাজারের জুড়ীতে বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বিভিন্ন সড়ক। তার মধ্যে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বীরমুক্তিযোদ্ধা এমএ মুমিত আসুক চত্ত¡র থেকে জাঙিরাই সেতুপর্যন্ত সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে চরম ভোগান্তিতে দুই উপজেলার লাখ লাখ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
বিশেষকরে রাতের বেলা এ সড়কটি একটি মৃত্যু কূপে পরিণত হয়েছে। যে কোনো সময় প্রাণহানিসহ বড় ধরণের দুর্ঘটনা ঘটার শংকায় যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। ব্যস্ত এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। ফলে চালক ও পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ছোট যানবাহনের মধ্যে সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেল গর্তে পড়ে যাত্রীরা আহত হচ্ছেন।

এ সড়কে চলাচলকারী মিলাদ হোসেনসহ কয়েকজন চালক জানান, এ সড়কটি দীর্ঘদিন ধরে খানা-খন্দে ভরে থাকায় চলাচলে অনেক কষ্ট হচ্ছে। তাছাড়া চলাচলের বিকল্প কোনো সড়ক না থাকায় বাধ্য হয়ে দুর্ভোগ-দুর্গতি সহ্য করেও এ সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এ সড়ক দিয়েই কুলাউড়া-বড়লেখা-বিয়ানীবাজার যাতায়াত করতে হয়। তাই জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করতে সংশ্লিষ্টদের সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন যাত্রীসাধারণ।

মৌলভীবাজার সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সারথী বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সড়কটি মেরামতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’