ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জনসংখ্যা পরিণত হবে জনসম্পদে-দিনাজপুরে অতিরিক্ত সচিব ডঃ মোঃ মইনুল হক আনসারী

মো: খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • / ৪২২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমন এক সময় ছিল যখন এদেশের মানুষ জনসংখ্যাকে সমস্যা বলে আখ্যায়িত করত। কিন্তু সময়ের বিবর্তনে দিন পাল্টে গেছে। বর্তমান সরকার জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে। এই জনসম্পদকে আমরা স্মার্ট জনসম্পদে পরিণত করতে চাই। এমন মিশন ও ভীষণ নিয়ে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এরই মধ্যে আমরা এর সুফল পেতে শুরু করেছি। উন্নয়নের পথে তীব্র গতিতে এগুচ্ছে বাংলাদেশ।

একথা বলেছেন বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব ডঃ মোঃ মইনুল হক আনসারী।তিনি আজ ২৯ জুন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই জেলায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এবং পুস্তকের মোড়ক উন্মোচন কালে একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, জনশুমারি ও গৃহগণনা-২০২২ দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল শুমারি। এটি ডিজিটাল শুমারি হলেও এক্ষেত্রে প্রচলিত জনশুমারির সকল মৌলিক উদ্দেশ্য ও বৈশিষ্ট অক্ষুন্ন রাখা হয়েছে। দিনাজপুর জেলা শুমারিতে সংগৃহীত তথ্য-উপাত্ত প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ পূর্বক বিভিন্ন বিষয়ভিত্তিক সেকশনের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে। দিনাজপু জেলা রিপোর্ট প্রস্তুত ও প্রকাশের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।তথ্যের সঠিকতা একটি দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অন্যতম উপাদান। তাই সঠিক তথ্য নিয়ে সঠিক পরিকল্পনা প্রণয়ন অত্যন্ত জরুরী।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা উপলক্ষ্যে জেলা রিপোর্ট প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান রংপুর বিভাগের বিভাগীয় যুগ্ম পরিচালক মোঃ শফিকুল ইসলাম।

প্রোজেক্টরের মাধ্যমে তথ্যভিত্তিক জেলা রিপোর্ট উপস্থাপনা করেন দিনাজপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক ইমরান হোসেন প্রধান। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম এর সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ড. আশিকা আকবর তৃষা, সাংবাদিক কাশী কুমার দাসসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

জনসংখ্যা পরিণত হবে জনসম্পদে-দিনাজপুরে অতিরিক্ত সচিব ডঃ মোঃ মইনুল হক আনসারী

আপডেট সময় : ০৬:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

এমন এক সময় ছিল যখন এদেশের মানুষ জনসংখ্যাকে সমস্যা বলে আখ্যায়িত করত। কিন্তু সময়ের বিবর্তনে দিন পাল্টে গেছে। বর্তমান সরকার জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে। এই জনসম্পদকে আমরা স্মার্ট জনসম্পদে পরিণত করতে চাই। এমন মিশন ও ভীষণ নিয়ে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এরই মধ্যে আমরা এর সুফল পেতে শুরু করেছি। উন্নয়নের পথে তীব্র গতিতে এগুচ্ছে বাংলাদেশ।

একথা বলেছেন বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব ডঃ মোঃ মইনুল হক আনসারী।তিনি আজ ২৯ জুন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই জেলায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এবং পুস্তকের মোড়ক উন্মোচন কালে একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, জনশুমারি ও গৃহগণনা-২০২২ দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল শুমারি। এটি ডিজিটাল শুমারি হলেও এক্ষেত্রে প্রচলিত জনশুমারির সকল মৌলিক উদ্দেশ্য ও বৈশিষ্ট অক্ষুন্ন রাখা হয়েছে। দিনাজপুর জেলা শুমারিতে সংগৃহীত তথ্য-উপাত্ত প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ পূর্বক বিভিন্ন বিষয়ভিত্তিক সেকশনের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে। দিনাজপু জেলা রিপোর্ট প্রস্তুত ও প্রকাশের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।তথ্যের সঠিকতা একটি দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অন্যতম উপাদান। তাই সঠিক তথ্য নিয়ে সঠিক পরিকল্পনা প্রণয়ন অত্যন্ত জরুরী।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা উপলক্ষ্যে জেলা রিপোর্ট প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান রংপুর বিভাগের বিভাগীয় যুগ্ম পরিচালক মোঃ শফিকুল ইসলাম।

প্রোজেক্টরের মাধ্যমে তথ্যভিত্তিক জেলা রিপোর্ট উপস্থাপনা করেন দিনাজপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক ইমরান হোসেন প্রধান। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম এর সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ড. আশিকা আকবর তৃষা, সাংবাদিক কাশী কুমার দাসসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ।

 

বাখ//আর