ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জনগণ জেগে উঠেছে, আর থামিয়ে রাখতে পারবেন না: মোশাররফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / ৪৫৫ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, খুলনার গণসমাবেশের আগে যানবাহনের ধর্মঘট ডাকা হলেও বাধা অতিক্রম করে জনগণ জেগে উঠেছে। তাদের আর থামিয়ে রাখতে পারবেন না।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ এই সভার আয়োজন করে।

এ সরকারকে হটানো ছাড়া বর্তমান সঙ্কট থেকে দেশকে বাঁচানো যাবে না মন্তব্য করে বিএনপির স্থানীয় কমিটির এই সদস্য বলেন, লোডশেডিং কেন ফিরে এসেছে এর জবাব এই অবৈধ সরকার জনগণের কাছে দিতে পারবে না।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের ওপর নির্যাতন করা হচ্ছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, তদন্ত রিপোর্ট দেওয়া হচ্ছে না।

সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, গিয়াস কামাল চৌধুরী ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত ছিলেন। ভয়েস অব আমেরিকা’য় সাংবাদিকতায় মাধ্যমে গিয়াস কামাল চৌধুরী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে ছিলেন।

গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধের আইন করছে সরকার দাবি করে সাংবাদিক নেতারা বলেন, এসব আইনের বিরোধিতা করার মাধ্যমেই গিয়াস কামাল চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

আলোচনা সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রুহুল আমিন গাজী, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

জনগণ জেগে উঠেছে, আর থামিয়ে রাখতে পারবেন না: মোশাররফ

আপডেট সময় : ০৪:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, খুলনার গণসমাবেশের আগে যানবাহনের ধর্মঘট ডাকা হলেও বাধা অতিক্রম করে জনগণ জেগে উঠেছে। তাদের আর থামিয়ে রাখতে পারবেন না।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ এই সভার আয়োজন করে।

এ সরকারকে হটানো ছাড়া বর্তমান সঙ্কট থেকে দেশকে বাঁচানো যাবে না মন্তব্য করে বিএনপির স্থানীয় কমিটির এই সদস্য বলেন, লোডশেডিং কেন ফিরে এসেছে এর জবাব এই অবৈধ সরকার জনগণের কাছে দিতে পারবে না।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের ওপর নির্যাতন করা হচ্ছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, তদন্ত রিপোর্ট দেওয়া হচ্ছে না।

সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, গিয়াস কামাল চৌধুরী ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত ছিলেন। ভয়েস অব আমেরিকা’য় সাংবাদিকতায় মাধ্যমে গিয়াস কামাল চৌধুরী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে ছিলেন।

গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধের আইন করছে সরকার দাবি করে সাংবাদিক নেতারা বলেন, এসব আইনের বিরোধিতা করার মাধ্যমেই গিয়াস কামাল চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

আলোচনা সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রুহুল আমিন গাজী, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ।