ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

​​​​​​​চৌহালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আয়ুব হাসানের দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / ৪৪৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চৌহালী প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আয়ুব হাসান (৭০)-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার দুপুরে সম্ভুদিয়া হাই স্কুল মাঠে নবাগত চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আয়ুব হাসানকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন , সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলাল, থানার ভারপ্রাপ্ত অফিসার হারুন অর রশিদ ও মুক্তিযোদ্ধা গাজী আব্বাস আলী প্রমুখ ৷

বার্ধক্যজনিত কারণে রোববার রাতে নিজ গ্রামের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে হারানো জাতির জন্য অপূরনীয় ক্ষতি৷ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মুক্তিযোদ্ধা পরিবারকে সরকারি-বেসরকারি যেকোন সহায়তা দেওয়ার আশ্বাস দেন এ কর্মকর্তা।

বা/খ:জই

নিউজটি শেয়ার করুন

​​​​​​​চৌহালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আয়ুব হাসানের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৩:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

চৌহালী প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আয়ুব হাসান (৭০)-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার দুপুরে সম্ভুদিয়া হাই স্কুল মাঠে নবাগত চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আয়ুব হাসানকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন , সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলাল, থানার ভারপ্রাপ্ত অফিসার হারুন অর রশিদ ও মুক্তিযোদ্ধা গাজী আব্বাস আলী প্রমুখ ৷

বার্ধক্যজনিত কারণে রোববার রাতে নিজ গ্রামের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে হারানো জাতির জন্য অপূরনীয় ক্ষতি৷ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মুক্তিযোদ্ধা পরিবারকে সরকারি-বেসরকারি যেকোন সহায়তা দেওয়ার আশ্বাস দেন এ কর্মকর্তা।

বা/খ:জই