ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চিনির বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / ৪৫৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
গত কয়েকদিনে চাল-আটাসহ অন্যান্য নিত্যপণ্যের মতো অস্থির হয়ে উঠেছে দেশের চিনির বাজার। খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকা। সরকার দাম ঠিক করে দেওয়ার পরও তিন থেকে চার দিনের ভেতরে চিনির দাম নিয়ন্ত্রণে আসেনি। বিষয়টি তদারকি করতে বিশেষ অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের উপপরিচালক আতিয়া সুলতানা বলেন, আজ শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তিনটি টিম নেমেছে। বিশেষ করে চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান-মিল ও পাইকারী বাজারে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছে ভোক্তা অধিদফতরের টিমগুলো।

চলতি মাসের শুরুতে খুচরা বাজারে খোলা চিনি বিক্রি হয় ৮৪ টাকা করে। স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে সরকার গত ৬ অক্টোবর কেজিতে দাম ছয় টাকা বাড়িয়ে দেয়। এতে খোলা চিনির দাম হয় ৯০ টাকা। যা বর্তমানে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলেন, চিনির দাম গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরকার দাম ঠিক করে দেওয়ার পরও তিন থেকে চার দিনের ভেতরে চিনির দাম ফের কেজিপ্রতি ১৫-২০ টাকা বাড়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রাজধানীর খুচরা ব্যবসায়ীরা বলেন, তিন থেকে চার দিন আগে চিনি ৯৫ টাকা দরে বিক্রি করেছি। সেটা এখন ১১০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। বস্তা প্রতি চিনির দাম এক হাজার ৫০ টাকা বেড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তিনদিন আগে মঙ্গলবার ৫০ কেজির চিনির বস্তার দাম ছিল ৪২৫০ টাকা, সেটি গতকাল শুক্রবার বিক্রি হয়েছে ৫৩০০ টাকা দরে। অর্থাৎ বস্তাপ্রতি ১০৫০ টাকা বেড়েছে। ফলে খুচরা ব্যবসায়ীদের ১০৬ টাকা করে কিনে ১১০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

দাম বাড়িয়ে নির্দিষ্ট করার পরও কেজিপ্রতি চিনির দর ২০ টাকা বেড়ে যাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজারে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় এমনটি হচ্ছে বলে জানিয়েছেন তারা।

হঠাৎ চিনির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে চায়ের দোকানে। দোকানিরা এক কাপ চা ৫ থেকে ৬ টাকা বিক্রি করলেও চিনির দাম বাড়ায় সেটি ৮ থেকে ১০ টাকার বিক্রি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

চিনির বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার

আপডেট সময় : ০২:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
গত কয়েকদিনে চাল-আটাসহ অন্যান্য নিত্যপণ্যের মতো অস্থির হয়ে উঠেছে দেশের চিনির বাজার। খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকা। সরকার দাম ঠিক করে দেওয়ার পরও তিন থেকে চার দিনের ভেতরে চিনির দাম নিয়ন্ত্রণে আসেনি। বিষয়টি তদারকি করতে বিশেষ অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের উপপরিচালক আতিয়া সুলতানা বলেন, আজ শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তিনটি টিম নেমেছে। বিশেষ করে চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান-মিল ও পাইকারী বাজারে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছে ভোক্তা অধিদফতরের টিমগুলো।

চলতি মাসের শুরুতে খুচরা বাজারে খোলা চিনি বিক্রি হয় ৮৪ টাকা করে। স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে সরকার গত ৬ অক্টোবর কেজিতে দাম ছয় টাকা বাড়িয়ে দেয়। এতে খোলা চিনির দাম হয় ৯০ টাকা। যা বর্তমানে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলেন, চিনির দাম গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরকার দাম ঠিক করে দেওয়ার পরও তিন থেকে চার দিনের ভেতরে চিনির দাম ফের কেজিপ্রতি ১৫-২০ টাকা বাড়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রাজধানীর খুচরা ব্যবসায়ীরা বলেন, তিন থেকে চার দিন আগে চিনি ৯৫ টাকা দরে বিক্রি করেছি। সেটা এখন ১১০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। বস্তা প্রতি চিনির দাম এক হাজার ৫০ টাকা বেড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তিনদিন আগে মঙ্গলবার ৫০ কেজির চিনির বস্তার দাম ছিল ৪২৫০ টাকা, সেটি গতকাল শুক্রবার বিক্রি হয়েছে ৫৩০০ টাকা দরে। অর্থাৎ বস্তাপ্রতি ১০৫০ টাকা বেড়েছে। ফলে খুচরা ব্যবসায়ীদের ১০৬ টাকা করে কিনে ১১০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

দাম বাড়িয়ে নির্দিষ্ট করার পরও কেজিপ্রতি চিনির দর ২০ টাকা বেড়ে যাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজারে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় এমনটি হচ্ছে বলে জানিয়েছেন তারা।

হঠাৎ চিনির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে চায়ের দোকানে। দোকানিরা এক কাপ চা ৫ থেকে ৬ টাকা বিক্রি করলেও চিনির দাম বাড়ায় সেটি ৮ থেকে ১০ টাকার বিক্রি করা হচ্ছে।