ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গোসাইরহাটে যুব সমাজের উদ্যোগে ঘর পেলেন অসহায় পরিবার

মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • / ৪১৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানুষ মানুষের জন্য’ প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে -অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছেন বিবেকমানগ”তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি। শরীয়তপুরের গোসাইরহাটের কয়েকজন যুবসমাজ এ কথারই বাস্তব প্রমাণ করলেন,এক সহায় দম্পতি কে নিজেদের উদ্যোগে ঘড় উপহার দিলেন।

গত শুক্রবার (২৯ জুন) বিকাল সাড়ে পাঁচটায় গোসাইরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড দাশের জঙ্গলে এলাকার অসহায় দম্পতি হোসেন রাড়ি ও সালেহা বেগম কে একি এলাকার যুবক নাঈম জমাদার ও মিরাজ মালের প্রচেষ্টায় ঘর উপহার দেন।

এ প্রতিনিধিকে নাঈম জমাদার ও মিরাজ বলেন মানুষ মানুষের জন্য তাই আমরা নিজেদের উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় এ অসহায় দম্পতিকে দোয়া মাহফিলের মাধ্যমে ঘরে পাঠিয়ে দিলাম আপনার সকলে আমাদের জন্য দোয়া করবেন।

এ বিষয়ে হোসেন রাড়ি বলেন, আমি অনেকের কাছে গেছি ঘরের জন্য কেউ ঘর দেয়নাই, কিন্তু নাঈম মিরাজ গো সহযোগিতায় আজ আমি ঘর পাইছি।

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

গোসাইরহাটে যুব সমাজের উদ্যোগে ঘর পেলেন অসহায় পরিবার

আপডেট সময় : ১২:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

মানুষ মানুষের জন্য’ প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে -অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছেন বিবেকমানগ”তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি। শরীয়তপুরের গোসাইরহাটের কয়েকজন যুবসমাজ এ কথারই বাস্তব প্রমাণ করলেন,এক সহায় দম্পতি কে নিজেদের উদ্যোগে ঘড় উপহার দিলেন।

গত শুক্রবার (২৯ জুন) বিকাল সাড়ে পাঁচটায় গোসাইরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড দাশের জঙ্গলে এলাকার অসহায় দম্পতি হোসেন রাড়ি ও সালেহা বেগম কে একি এলাকার যুবক নাঈম জমাদার ও মিরাজ মালের প্রচেষ্টায় ঘর উপহার দেন।

এ প্রতিনিধিকে নাঈম জমাদার ও মিরাজ বলেন মানুষ মানুষের জন্য তাই আমরা নিজেদের উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় এ অসহায় দম্পতিকে দোয়া মাহফিলের মাধ্যমে ঘরে পাঠিয়ে দিলাম আপনার সকলে আমাদের জন্য দোয়া করবেন।

এ বিষয়ে হোসেন রাড়ি বলেন, আমি অনেকের কাছে গেছি ঘরের জন্য কেউ ঘর দেয়নাই, কিন্তু নাঈম মিরাজ গো সহযোগিতায় আজ আমি ঘর পাইছি।

বাখ//আর