ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গোপালগঞ্জে বাস- ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ২ : আহত ১০

গোপালগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:৫৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / ৪৮৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুধবার রাতে গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ নারীসহ ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ জন। বুধবার রাত দুইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, খুলনা জেলার রূপসা উপজেলার আলিমুদ্দিনের ছেলে মিজান (২৫) ও অজ্ঞাত নারী (৩৫)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল।  বাসটি রাত দুইটার দিকে সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মিজান ও অজ্ঞাত ১ নারী নিহত হন।  আহত হন অন্তত ১০ যাত্রী।
খবর পেয়ে ফাসার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ৫ জনকে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল  হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।

ওসি আবুল হাসেম মজুমদার আরও বলেন, নিহত ২ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে বাস- ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ২ : আহত ১০

আপডেট সময় : ১০:৫৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

বুধবার রাতে গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ নারীসহ ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ জন। বুধবার রাত দুইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, খুলনা জেলার রূপসা উপজেলার আলিমুদ্দিনের ছেলে মিজান (২৫) ও অজ্ঞাত নারী (৩৫)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল।  বাসটি রাত দুইটার দিকে সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মিজান ও অজ্ঞাত ১ নারী নিহত হন।  আহত হন অন্তত ১০ যাত্রী।
খবর পেয়ে ফাসার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ৫ জনকে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল  হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।

ওসি আবুল হাসেম মজুমদার আরও বলেন, নিহত ২ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।