ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খুলনার বটিয়াঘাটায় ঘের দখলের ঘটনায় গ্রেপ্তার ৪

খুলনা ব্যুরো
  • আপডেট সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / ৪৩৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলার হালিয়ার পল্লীতে ঘের দখলের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে । তবে গডফাদার সাবেক এক জনপ্রতিনিধি ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে আতঙ্ক কাটছে না। ওই জনপ্রতিনিধি সাবেক বিএনপি নেতা কখনো আওয়ামী লীগ নেতাদের আশীর্বাদ পুষ্ট আবার কখনো বা সেনাবাহিনীর কর্মকর্তাদের আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় এসকল নাশকতা সৃষ্টি করছে। এদিকে আহত প্রমীলা অধিকারী( ৪৪) গুরুতর আহত হয়ে মৃত্যুর প্রহর গুনছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হেমন্ত বরকন্দাজ, পরিমল বরকন্দাজ (৫৫),অজয় বরকন্দাজ(৩৫), লিটন মিন্নি (৩৫), গোপাল মণ্ডল (৪৫), দিপংকর মহালদার (৪০), কালী ঠাকুর মন্ডল (৪২), হেমন্ত চাপড়াশী (৪২) প্রজ্ঞান হালদার (৪২), সুভংকর চৌকিদার (৩৫), হরি ঠাকুর মন্ডল (৪২), গোলক চাঁদ মন্ডল (৫৫),গোলক চাপড়াশী (৪৫), টেকনা (৪৫), মঞ্জলী চাপড়াশী (৪০) সহ অন্যান্য সন্ত্রাসীরা

বটিয়াঘাটা থানাধীন ভান্ডারকোট ইউনিয়নের পূর্ব হালিয়া গ্রামস্থ বিপন্নর দখলীয় ঘের দখল করে নেয়। সন্ত্রাসীরা এর সময় ঘেরে ঢুকে এলোপাথাড়ি মারপিট করে এবং আশেপাশের লোক সেখানে আসলেও তাদেরকেও মারপিট করে।

ঘের মালিক ভূমিহীন বিপন্ন অধিকারী জানান, আমি একজন ভূমিহীন। যার কারনে আমি স্থানীয় ভান্ডারনকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল্লাহ শেখ এর নিকট থেকে
পূর্বহালিয়া মৌজায় চরের খাস জমি মৌখিক ভাবে নিয়ে অনুমান ০২ বছর যাবত সেখানে ধান চাষ ও মাছ চাষ করে আসছি।

আসামীরা আমার এলাকার পরিচিতি ও প্রতিবেশী। তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকে শত্রুতার চলে আসছে। আসামীগন আমার উক্ত ঘের/জমি অবৈধ ভাবে দখল করার পায়তারা করে এবং হুমকি ধামকি প্রদান করে ।

ঘটনার দিন গত পরশু রাতে আমি, আমার স্ত্রী প্রমীলা অধিকারী ও আমার ছেলের স্ত্রী সমাপ্তি মিস্ত্রি আমাদের মাছের ঘেরে মাছ মারছিলাম। তখন উক্ত আসামীরা বে-আইনী জনতাবদ্ধে হাতে
লোহার রড, রাম দা, ধারালো চাকু, বাঁশের লাঠী নিয়ে আমার দখলীয় মাছের ঘেরের ভেড়ীবাধের উপর প্রবেশ করে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার স্ত্রী বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে এবং শ্লীলতাহানী ঘটায়।সন্ত্রাসীরা প্রায় আড়াই লাখ টাকার মাছ মেরে নিয়ে যায়।

এ ঘটনা এলাকায় টানটান উত্তেজনায় বিরাজ করছে।

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

খুলনার বটিয়াঘাটায় ঘের দখলের ঘটনায় গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

উপজেলার হালিয়ার পল্লীতে ঘের দখলের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে । তবে গডফাদার সাবেক এক জনপ্রতিনিধি ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে আতঙ্ক কাটছে না। ওই জনপ্রতিনিধি সাবেক বিএনপি নেতা কখনো আওয়ামী লীগ নেতাদের আশীর্বাদ পুষ্ট আবার কখনো বা সেনাবাহিনীর কর্মকর্তাদের আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় এসকল নাশকতা সৃষ্টি করছে। এদিকে আহত প্রমীলা অধিকারী( ৪৪) গুরুতর আহত হয়ে মৃত্যুর প্রহর গুনছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হেমন্ত বরকন্দাজ, পরিমল বরকন্দাজ (৫৫),অজয় বরকন্দাজ(৩৫), লিটন মিন্নি (৩৫), গোপাল মণ্ডল (৪৫), দিপংকর মহালদার (৪০), কালী ঠাকুর মন্ডল (৪২), হেমন্ত চাপড়াশী (৪২) প্রজ্ঞান হালদার (৪২), সুভংকর চৌকিদার (৩৫), হরি ঠাকুর মন্ডল (৪২), গোলক চাঁদ মন্ডল (৫৫),গোলক চাপড়াশী (৪৫), টেকনা (৪৫), মঞ্জলী চাপড়াশী (৪০) সহ অন্যান্য সন্ত্রাসীরা

বটিয়াঘাটা থানাধীন ভান্ডারকোট ইউনিয়নের পূর্ব হালিয়া গ্রামস্থ বিপন্নর দখলীয় ঘের দখল করে নেয়। সন্ত্রাসীরা এর সময় ঘেরে ঢুকে এলোপাথাড়ি মারপিট করে এবং আশেপাশের লোক সেখানে আসলেও তাদেরকেও মারপিট করে।

ঘের মালিক ভূমিহীন বিপন্ন অধিকারী জানান, আমি একজন ভূমিহীন। যার কারনে আমি স্থানীয় ভান্ডারনকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল্লাহ শেখ এর নিকট থেকে
পূর্বহালিয়া মৌজায় চরের খাস জমি মৌখিক ভাবে নিয়ে অনুমান ০২ বছর যাবত সেখানে ধান চাষ ও মাছ চাষ করে আসছি।

আসামীরা আমার এলাকার পরিচিতি ও প্রতিবেশী। তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকে শত্রুতার চলে আসছে। আসামীগন আমার উক্ত ঘের/জমি অবৈধ ভাবে দখল করার পায়তারা করে এবং হুমকি ধামকি প্রদান করে ।

ঘটনার দিন গত পরশু রাতে আমি, আমার স্ত্রী প্রমীলা অধিকারী ও আমার ছেলের স্ত্রী সমাপ্তি মিস্ত্রি আমাদের মাছের ঘেরে মাছ মারছিলাম। তখন উক্ত আসামীরা বে-আইনী জনতাবদ্ধে হাতে
লোহার রড, রাম দা, ধারালো চাকু, বাঁশের লাঠী নিয়ে আমার দখলীয় মাছের ঘেরের ভেড়ীবাধের উপর প্রবেশ করে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার স্ত্রী বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে এবং শ্লীলতাহানী ঘটায়।সন্ত্রাসীরা প্রায় আড়াই লাখ টাকার মাছ মেরে নিয়ে যায়।

এ ঘটনা এলাকায় টানটান উত্তেজনায় বিরাজ করছে।

বাখ//আর