ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কালকিনি উপজেলা শহরের প্রবেশদ্বারে তীব্র যানজটে নাকাল ১০ ইউনিয়নবাসী

কালকিনি অফিস
  • আপডেট সময় : ০২:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • / ৪৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের কালকিনি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত কালকিনি উপজেলা আর উপজেলার উপরদিয়ে বয়েগেছে পালরদী নদী। কিন্তু কালকিনি পৌরসভার বড় একটি অংশ এবং আলীনগর ইউনিয়নের কিছু অংশ ছারা কালকিনি পৌরসভা ও আলীনগর ইউনিয়নের বাকি অংশ সহ রমজানপুর, সাহেবরামপুর, কয়ারিয়া, সিডিখান, শিকারমঙ্গল, এনায়েতনগর, পূর্বএনায়েতনগর, বাঁশগাড়ি সহ লক্ষীপুর ইউনিয়ন রয়েছে পালরদী নদীর পূর্বপাড়ে আর উপজেলা শহর রয়েছে নদীটির পশ্চিম পাড়ে।

এই উপজেলার পূর্ব এবং পশ্চিম পাড়কে উপজেলা শহরের সাথে সংযুক্ত করেছে পলরদী নদীর উপর নির্মিত একটি মাত্র সেতু। প্রতিদিন এই সেতু এবং এই সড়কে যেমনি রয়েছে হাজার হাজার মানুষের যাতায়াত আর তেমনি রয়েছে তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগের শিকার হওয়া যাতায়াতকারীদের হাজারো অভিযোগ। বিশেষ করে কালকিনি থানার মোড় থেকে কালকিনি কাঁচা বাজার হয়ে পলরদী নদীর ব্রীজ পর্যন্ত যানজট লেগেই থাকে।

সাধারন যাত্রীদের অভিযোগ আগে যানজট থাকলেও তা সহনশীল পর্যায়ে ছিল কিন্তু বর্তমানে সড়কের ওপরে ঢাকাগামী বাস রেখে কাউন্টার বসানো, ইট বালি বোঝাই করে অবৈধ ট্রাকটর(টলি) চালানো, সড়কের ওপরে অটোস্টান করা সহ কিছু অবৈধ দোকান থাকার কারণে ‘মড়ার ওপর খাড়ার ঘা’ হয়ে এই যানজটের সৃষ্টি হচ্ছে। আর ৩০জুন আসন্ন এইচ.এস.সি পরীক্ষার্থীরা এই যানজটের কবলে পড়লে তাদের কি অবস্থা হবে তা নিয়ে উদ্বীগ্ন হয়ে পরেছে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকগণ।

এনিয়ে গত ২৬জুন উপজেলা আইন শৃংখলা বিষয়ক সভায় চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন সহ অনেক সদস্য এই যানজট স্থায়ী ভাবে নিরসনের জন্য পালরদী নদীর ওপর আরো একটি ব্রীজ ও কালকিনি-ভূরঘাটা যাতায়াতে আরো একটি বিকল্প সড়ক নির্মানের বিষয়েও আলোকপাত করেন। তবে বর্তমানে দ্রুত যানজট নিরসনে যানজটের কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি বলা হয়।

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

কালকিনি উপজেলা শহরের প্রবেশদ্বারে তীব্র যানজটে নাকাল ১০ ইউনিয়নবাসী

আপডেট সময় : ০২:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

মাদারীপুরের কালকিনি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত কালকিনি উপজেলা আর উপজেলার উপরদিয়ে বয়েগেছে পালরদী নদী। কিন্তু কালকিনি পৌরসভার বড় একটি অংশ এবং আলীনগর ইউনিয়নের কিছু অংশ ছারা কালকিনি পৌরসভা ও আলীনগর ইউনিয়নের বাকি অংশ সহ রমজানপুর, সাহেবরামপুর, কয়ারিয়া, সিডিখান, শিকারমঙ্গল, এনায়েতনগর, পূর্বএনায়েতনগর, বাঁশগাড়ি সহ লক্ষীপুর ইউনিয়ন রয়েছে পালরদী নদীর পূর্বপাড়ে আর উপজেলা শহর রয়েছে নদীটির পশ্চিম পাড়ে।

এই উপজেলার পূর্ব এবং পশ্চিম পাড়কে উপজেলা শহরের সাথে সংযুক্ত করেছে পলরদী নদীর উপর নির্মিত একটি মাত্র সেতু। প্রতিদিন এই সেতু এবং এই সড়কে যেমনি রয়েছে হাজার হাজার মানুষের যাতায়াত আর তেমনি রয়েছে তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগের শিকার হওয়া যাতায়াতকারীদের হাজারো অভিযোগ। বিশেষ করে কালকিনি থানার মোড় থেকে কালকিনি কাঁচা বাজার হয়ে পলরদী নদীর ব্রীজ পর্যন্ত যানজট লেগেই থাকে।

সাধারন যাত্রীদের অভিযোগ আগে যানজট থাকলেও তা সহনশীল পর্যায়ে ছিল কিন্তু বর্তমানে সড়কের ওপরে ঢাকাগামী বাস রেখে কাউন্টার বসানো, ইট বালি বোঝাই করে অবৈধ ট্রাকটর(টলি) চালানো, সড়কের ওপরে অটোস্টান করা সহ কিছু অবৈধ দোকান থাকার কারণে ‘মড়ার ওপর খাড়ার ঘা’ হয়ে এই যানজটের সৃষ্টি হচ্ছে। আর ৩০জুন আসন্ন এইচ.এস.সি পরীক্ষার্থীরা এই যানজটের কবলে পড়লে তাদের কি অবস্থা হবে তা নিয়ে উদ্বীগ্ন হয়ে পরেছে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকগণ।

এনিয়ে গত ২৬জুন উপজেলা আইন শৃংখলা বিষয়ক সভায় চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন সহ অনেক সদস্য এই যানজট স্থায়ী ভাবে নিরসনের জন্য পালরদী নদীর ওপর আরো একটি ব্রীজ ও কালকিনি-ভূরঘাটা যাতায়াতে আরো একটি বিকল্প সড়ক নির্মানের বিষয়েও আলোকপাত করেন। তবে বর্তমানে দ্রুত যানজট নিরসনে যানজটের কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি বলা হয়।

বাখ//আর