ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কাতার বিশ্বকাপে আইএসের হামলার আশঙ্কা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / ৪৩৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আগামী ২০ নভেম্বর শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। মুসলিম প্রধান রাষ্ট্রটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে এমনিতেই বিতর্ক চলছে। খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তকে ভুল বলেছেন। তবে সব জল্পনা-কল্পনাকে ছাপিয়ে বিশ্বকাপের সফল আয়োজনে বদ্ধপরিকর কাতার সরকার।

তবে বিশ্বকাপ শুরুর মাত্র ৫ দিন আগে চাঞ্চল্যকর এক তথ্য সামনে এনেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘লা রাজন’। তাদের দাবি, কাতার বিশ্বকাপ ঘিরে সন্ত্রাসী হামলার ছক কষছে ইসলামিক স্টেটের (আইএস) অনুসারীরা। এজন্য টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে তারা।

আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের। ৩২ দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রিয় দলকে সমর্থন জানাতে এরই মধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হচ্ছেন হাজারো সমর্থক। বিশ্বকাপ উপলক্ষে মধ্যপ্রাচ্যের ছোট দেশটিতে কানায় কানায় মানুষে পূর্ণ হয়ে উঠবে। এই সময়টাকেই হামলার মোক্ষম সময় বলে মনে করছেন আইএসের কিছু অনুসারী।

‘লা রাজন’ তাদের প্রতিবেদনে দাবি করেছে, ‘তাদের কাছে টেলিগ্রাম চ্যানেলে আইএস সমর্থকদের মেসেজের কিছু তথ্য রয়েছে। যেমন তারা লিখেছে, সেখানে অনেক উদ্দেশ্য সফল হতে পারে। কেননা সারা বিশ্বের বহু দেশ বিশ্বকাপে অংশ নেবে। সেখানে বড় রকমের জমায়েত হবে। আমরাও একজন অংশগ্রহণকারী হওয়ার চেষ্টা করব।

আরো চাঞ্চল্যকর দাবি, আইএস ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়ার পরিকল্পনা করছে। টেলিগ্রাম চ্যানেলে তারা লিখেছে, শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে। বিশ্বকাপেও সেই প্রক্রিয়া নেয়া হোক এবং কাতার বিশ্বকাপে গোল (হামলা) করার চেষ্টা হোক। গোলবক্স প্রহরীবিহীন রয়েছে।

টেলিগ্রাম চ্যাটবক্সে দুটি ইনফোগ্রাফিক্স পোস্ট করা হয়েছে। যেখানে স্পষ্ট দেখা যায়, একদিকে রয়েছে আইএস বিরোধী আন্তর্জাতিক দেশগুলো, অপরদিকে রয়েছে কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর নাম।

সন্ত্রাসীদের লক্ষ্যের মধ্যে অন্যতম ফ্রান্স, বেলজিয়াম ও কানাডা। এই তিন দেশকে তারা বড় লক্ষ্য হিসেবে ধরে নিয়েছে। দেশগুলোর ফুটবলারই নয়, বরং সমর্থকদেরও টার্গেটে রেখেছে আইএস। ফলে বিশ্বকাপ শুরুর আগে আগে এমন চাঞ্চল্যকর খবরে ভক্ত-সমর্থকদের মনে আতঙ্ক বাড়ছে এতে কোনো সন্দেহ নেই।

 

নিউজটি শেয়ার করুন

কাতার বিশ্বকাপে আইএসের হামলার আশঙ্কা!

আপডেট সময় : ০৯:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আগামী ২০ নভেম্বর শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। মুসলিম প্রধান রাষ্ট্রটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে এমনিতেই বিতর্ক চলছে। খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তকে ভুল বলেছেন। তবে সব জল্পনা-কল্পনাকে ছাপিয়ে বিশ্বকাপের সফল আয়োজনে বদ্ধপরিকর কাতার সরকার।

তবে বিশ্বকাপ শুরুর মাত্র ৫ দিন আগে চাঞ্চল্যকর এক তথ্য সামনে এনেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘লা রাজন’। তাদের দাবি, কাতার বিশ্বকাপ ঘিরে সন্ত্রাসী হামলার ছক কষছে ইসলামিক স্টেটের (আইএস) অনুসারীরা। এজন্য টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে তারা।

আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের। ৩২ দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রিয় দলকে সমর্থন জানাতে এরই মধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হচ্ছেন হাজারো সমর্থক। বিশ্বকাপ উপলক্ষে মধ্যপ্রাচ্যের ছোট দেশটিতে কানায় কানায় মানুষে পূর্ণ হয়ে উঠবে। এই সময়টাকেই হামলার মোক্ষম সময় বলে মনে করছেন আইএসের কিছু অনুসারী।

‘লা রাজন’ তাদের প্রতিবেদনে দাবি করেছে, ‘তাদের কাছে টেলিগ্রাম চ্যানেলে আইএস সমর্থকদের মেসেজের কিছু তথ্য রয়েছে। যেমন তারা লিখেছে, সেখানে অনেক উদ্দেশ্য সফল হতে পারে। কেননা সারা বিশ্বের বহু দেশ বিশ্বকাপে অংশ নেবে। সেখানে বড় রকমের জমায়েত হবে। আমরাও একজন অংশগ্রহণকারী হওয়ার চেষ্টা করব।

আরো চাঞ্চল্যকর দাবি, আইএস ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়ার পরিকল্পনা করছে। টেলিগ্রাম চ্যানেলে তারা লিখেছে, শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে। বিশ্বকাপেও সেই প্রক্রিয়া নেয়া হোক এবং কাতার বিশ্বকাপে গোল (হামলা) করার চেষ্টা হোক। গোলবক্স প্রহরীবিহীন রয়েছে।

টেলিগ্রাম চ্যাটবক্সে দুটি ইনফোগ্রাফিক্স পোস্ট করা হয়েছে। যেখানে স্পষ্ট দেখা যায়, একদিকে রয়েছে আইএস বিরোধী আন্তর্জাতিক দেশগুলো, অপরদিকে রয়েছে কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর নাম।

সন্ত্রাসীদের লক্ষ্যের মধ্যে অন্যতম ফ্রান্স, বেলজিয়াম ও কানাডা। এই তিন দেশকে তারা বড় লক্ষ্য হিসেবে ধরে নিয়েছে। দেশগুলোর ফুটবলারই নয়, বরং সমর্থকদেরও টার্গেটে রেখেছে আইএস। ফলে বিশ্বকাপ শুরুর আগে আগে এমন চাঞ্চল্যকর খবরে ভক্ত-সমর্থকদের মনে আতঙ্ক বাড়ছে এতে কোনো সন্দেহ নেই।