ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ওবায়দুল কাদেরের সঙ্গে সাকিব আল হাসানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • / ৫৯১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টায় সাকিব আল হাসান কার্যালয়ে আসেন। এরপর সন্ধ্যা ৭টা থেকে বৈঠক শুরু হয়।’

বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে সায়েম খান বলেন, ‘তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করেছেন। তবে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা বিস্তারিত এখনো জানা যায়নি।’

সাকিব আল হাসান যখন ধানমন্ডির কার্যালয়ে আসেন, তখন সেখানে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ভিড় করেন। সেখানে অনেকেই তাঁর সঙ্গে সেলফি তোলেন।

এর আগে গত শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরুর প্রথম দিনেই মাগুরা-১ ও ২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র কিনেন সাকিব। বিশ্বকাপ শেষেই আমেরিকা যান তিনি। প্রতিনিধির মাধ্যমে সাকিব তিন আসন থেকেই মনোনয়নপত্র নেন।

গত সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু তখন হননি। এবার আবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে ঝাঁপাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

ওবায়দুল কাদেরের সঙ্গে সাকিব আল হাসানের বৈঠক

আপডেট সময় : ১১:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টায় সাকিব আল হাসান কার্যালয়ে আসেন। এরপর সন্ধ্যা ৭টা থেকে বৈঠক শুরু হয়।’

বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে সায়েম খান বলেন, ‘তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করেছেন। তবে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা বিস্তারিত এখনো জানা যায়নি।’

সাকিব আল হাসান যখন ধানমন্ডির কার্যালয়ে আসেন, তখন সেখানে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ভিড় করেন। সেখানে অনেকেই তাঁর সঙ্গে সেলফি তোলেন।

এর আগে গত শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরুর প্রথম দিনেই মাগুরা-১ ও ২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র কিনেন সাকিব। বিশ্বকাপ শেষেই আমেরিকা যান তিনি। প্রতিনিধির মাধ্যমে সাকিব তিন আসন থেকেই মনোনয়নপত্র নেন।

গত সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু তখন হননি। এবার আবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে ঝাঁপাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।