ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন করা বেশি প্রয়োজন : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • / ৪৬৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন করা বেশি প্রয়োজন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের ডিসি সম্মেলনে অংশগ্রহণ করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় অবকাঠামো অনেক হয়েছে, যন্ত্রপাতিও অনেক হয়েছে এবং লোকবলও মোটামুটি দেওয়া হয়েছে। এখন সেবার উন্নয়ন করা প্রয়োজন। আমরা মনে করি উপজেলায় সাস্থ্যসেবার বেশি উন্নয়ন করা দরকার।

তিনি বলেন, জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা মোটামুটি ঠিক আছে। মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে সেবা ভালো হচ্ছে। আমরা এখন উপজেলায় বেশি মনযোগ দিচ্ছি, যেন সেখানে চিকিৎসক, নার্স ও অনান্য কর্মচারীদের উপস্থিত বেশি থাকে। পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি এবং হাসপাতালের পরিবেশ যদি উন্নয়ন করা যায় তাহলে স্বাস্থ্যসেবা আরও ভালো হবে। হাসপাতালের মিটিংগুলো যেন নিয়মিত হয়, এই বিষয়গুলো আমরা ডিসিদের বলেছি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পাশাপাশি আমরা ডিসিদের বলেছি, পরিবেশ এবং পানি, বায়ু দূষণ যেন না হয়। যত্রতত্র, রাস্তাঘাটের পাশে যেন ময়লা না ফেলা হয়। এসবের কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ-ব্যাধি হয়ে থাকে। আমাদের ক্যান্সার কিডনি এবং হার্টের অসুখ অনেক বেড়েছে। পাশাপাশি কিছু সংক্রামক ব্যাধিও দেখা যায়। এসব বিষয়ে ডিসিদের ভূমিকা রয়েছে। পানি দূষণ এবং খাদ্য দূষণ যেন না হয় এ বিষয়ে তারা যেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, ডিসিদের আমরা আরও বলেছি প্রাইভেট যে ক্লিনিক এবং হাসপাতাল রয়েছে, সেখানে যেন তারা নিয়মিত পরিদর্শন করেন। রোগীরা যেন সঠিক সেবা সঠিক মূল্য পায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মূল্য যেন বেশি না নেওয়া হয় এবং অযাচিতভাবে যেন গর্ভবতী মায়েদের সিজার অপারেশন না করে সেই বিষয়গুলোতে নজর রাখতে বলেছি।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ের হাসপাতালে স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে ডিসিদের তদারকি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালেও ডিসিদের ভিজিট বাড়াতে বলা হয়েছে। ফার্মেসিতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। লাইসেন্স ছাড়া কোনও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক চলবে না বলেও জানানো হয়েছে।

ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, ভেজাল খাবার, দুষিত পানি এসব বন্ধে ডিসিদের অভিযান করার কথা বলা হয়েছে। খেজুরের রস সরাসরি না খাওয়া, পাখির খাওয়া ফল না খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যখাত নিয়মের মধ্যে আনার কাজ স্বাস্থ্য মন্ত্রণালয় একা করতে পারবে না। সবাই মিলে কাজ করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ের (পিএমও) শাপলা হলে তিন দিনব্যাপী বার্ষিক জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকদের খাদ্য উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ব্যবস্থা গ্রহণসহ ২৫টি নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি। দ্বাদশ সংসদীয় নির্বাচনের আগে এটাই এই সরকারের শেষ ডিসি সম্মেলন।

নিউজটি শেয়ার করুন

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন করা বেশি প্রয়োজন : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন করা বেশি প্রয়োজন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের ডিসি সম্মেলনে অংশগ্রহণ করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় অবকাঠামো অনেক হয়েছে, যন্ত্রপাতিও অনেক হয়েছে এবং লোকবলও মোটামুটি দেওয়া হয়েছে। এখন সেবার উন্নয়ন করা প্রয়োজন। আমরা মনে করি উপজেলায় সাস্থ্যসেবার বেশি উন্নয়ন করা দরকার।

তিনি বলেন, জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা মোটামুটি ঠিক আছে। মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে সেবা ভালো হচ্ছে। আমরা এখন উপজেলায় বেশি মনযোগ দিচ্ছি, যেন সেখানে চিকিৎসক, নার্স ও অনান্য কর্মচারীদের উপস্থিত বেশি থাকে। পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি এবং হাসপাতালের পরিবেশ যদি উন্নয়ন করা যায় তাহলে স্বাস্থ্যসেবা আরও ভালো হবে। হাসপাতালের মিটিংগুলো যেন নিয়মিত হয়, এই বিষয়গুলো আমরা ডিসিদের বলেছি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পাশাপাশি আমরা ডিসিদের বলেছি, পরিবেশ এবং পানি, বায়ু দূষণ যেন না হয়। যত্রতত্র, রাস্তাঘাটের পাশে যেন ময়লা না ফেলা হয়। এসবের কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ-ব্যাধি হয়ে থাকে। আমাদের ক্যান্সার কিডনি এবং হার্টের অসুখ অনেক বেড়েছে। পাশাপাশি কিছু সংক্রামক ব্যাধিও দেখা যায়। এসব বিষয়ে ডিসিদের ভূমিকা রয়েছে। পানি দূষণ এবং খাদ্য দূষণ যেন না হয় এ বিষয়ে তারা যেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, ডিসিদের আমরা আরও বলেছি প্রাইভেট যে ক্লিনিক এবং হাসপাতাল রয়েছে, সেখানে যেন তারা নিয়মিত পরিদর্শন করেন। রোগীরা যেন সঠিক সেবা সঠিক মূল্য পায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মূল্য যেন বেশি না নেওয়া হয় এবং অযাচিতভাবে যেন গর্ভবতী মায়েদের সিজার অপারেশন না করে সেই বিষয়গুলোতে নজর রাখতে বলেছি।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ের হাসপাতালে স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে ডিসিদের তদারকি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালেও ডিসিদের ভিজিট বাড়াতে বলা হয়েছে। ফার্মেসিতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। লাইসেন্স ছাড়া কোনও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক চলবে না বলেও জানানো হয়েছে।

ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, ভেজাল খাবার, দুষিত পানি এসব বন্ধে ডিসিদের অভিযান করার কথা বলা হয়েছে। খেজুরের রস সরাসরি না খাওয়া, পাখির খাওয়া ফল না খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যখাত নিয়মের মধ্যে আনার কাজ স্বাস্থ্য মন্ত্রণালয় একা করতে পারবে না। সবাই মিলে কাজ করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ের (পিএমও) শাপলা হলে তিন দিনব্যাপী বার্ষিক জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকদের খাদ্য উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ব্যবস্থা গ্রহণসহ ২৫টি নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি। দ্বাদশ সংসদীয় নির্বাচনের আগে এটাই এই সরকারের শেষ ডিসি সম্মেলন।