ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আ.লীগ ক্ষমতায় থাকলে কখনো অবাধ, সুষ্ঠু নির্বাচন হতে পারে না: ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / ৪৩২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: অংশগ্রহণমূলক ছাড়া কোনো নির্বাচনই সংবিধানে গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনো অবাধ, সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এটা প্রমাণিত।

বুধবার (৩১ মে) দুপুরের জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের অনেকে অবলীলায় সরকারের অগণতান্ত্রিক আচরণকে সমর্থন করছেন। সারা বিশ্বও স্বীকার করে নিয়েছে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার জায়গা নেই।

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। একতরফা নির্বাচন করতেই নির্বাচনের আগে বিএনপির শীর্ষ নেতাদের সাজা দেয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না বলেও জানান বিএনপি মহাসচিব।

পরে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনের যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন অংশগ্রহনমূলক ছাড়া কোন নির্বাচনই গ্রহণযোগ্য হবেনা।

এদিকে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অত্যাচার নিপীড়ন যত আসবে বিএনপির আন্দোলন তত তীব্র হবে।

সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপির সিনিয়র নেতারা।

নিউজটি শেয়ার করুন

আ.লীগ ক্ষমতায় থাকলে কখনো অবাধ, সুষ্ঠু নির্বাচন হতে পারে না: ফখরুল

আপডেট সময় : ০২:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: অংশগ্রহণমূলক ছাড়া কোনো নির্বাচনই সংবিধানে গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনো অবাধ, সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এটা প্রমাণিত।

বুধবার (৩১ মে) দুপুরের জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের অনেকে অবলীলায় সরকারের অগণতান্ত্রিক আচরণকে সমর্থন করছেন। সারা বিশ্বও স্বীকার করে নিয়েছে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার জায়গা নেই।

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। একতরফা নির্বাচন করতেই নির্বাচনের আগে বিএনপির শীর্ষ নেতাদের সাজা দেয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না বলেও জানান বিএনপি মহাসচিব।

পরে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনের যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন অংশগ্রহনমূলক ছাড়া কোন নির্বাচনই গ্রহণযোগ্য হবেনা।

এদিকে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অত্যাচার নিপীড়ন যত আসবে বিএনপির আন্দোলন তত তীব্র হবে।

সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপির সিনিয়র নেতারা।