ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • / ৪৪৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা। তাই আপাতত নিরাপদ আশ্রয়ে বিনিয়োগ কমিয়েছেন তারা। এতে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)।

এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৪ মে) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। কার্যদিবসের শুরুতে প্রতি আউন্সের দর স্থির হয়েছিল ২০৭২ ডলার ১৯ সেন্ট।

এর আগে ২০২০ সালে স্বর্ণের দাম উঠেছিল ২০৭২ ডলার ৪৯ সেন্টে। এখন পর্যন্ত বিশ্ব ইতিহাসে যা সর্বোচ্চ।

সেই জায়গা থেকে স্বর্ণের দাম কমেছে। শুক্রবার (৫ মে) মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ২০৩৬ ডলার ৭৪ সেন্টে।

তবে দৈনিক ভিত্তিতে কমলেও সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম বেড়েছে। চলতি সপ্তাহে বেঞ্চমার্কটির দর ঊর্ধ্বমুখী হয়েছে ২ দশমিক ২ শতাংশ। গত ২ মাসের তা সবচেয়ে বেশি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্যেরও অবনমন ঘটেছে। যে হার শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ২০৪৫ ডলার ৯০ সেন্টে।

ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, গত কয়েকদিন স্বর্ণের দাম বেড়েছে। এখন অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। শিগগিরই এ নিয়ে তথ্য প্রকাশ করবে মার্কিন কর্তৃপক্ষ। এর আগে বিপদের বন্ধু ধাতুটির দরপতন ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী

আপডেট সময় : ০৭:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা। তাই আপাতত নিরাপদ আশ্রয়ে বিনিয়োগ কমিয়েছেন তারা। এতে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)।

এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৪ মে) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। কার্যদিবসের শুরুতে প্রতি আউন্সের দর স্থির হয়েছিল ২০৭২ ডলার ১৯ সেন্ট।

এর আগে ২০২০ সালে স্বর্ণের দাম উঠেছিল ২০৭২ ডলার ৪৯ সেন্টে। এখন পর্যন্ত বিশ্ব ইতিহাসে যা সর্বোচ্চ।

সেই জায়গা থেকে স্বর্ণের দাম কমেছে। শুক্রবার (৫ মে) মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ২০৩৬ ডলার ৭৪ সেন্টে।

তবে দৈনিক ভিত্তিতে কমলেও সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম বেড়েছে। চলতি সপ্তাহে বেঞ্চমার্কটির দর ঊর্ধ্বমুখী হয়েছে ২ দশমিক ২ শতাংশ। গত ২ মাসের তা সবচেয়ে বেশি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্যেরও অবনমন ঘটেছে। যে হার শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ২০৪৫ ডলার ৯০ সেন্টে।

ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, গত কয়েকদিন স্বর্ণের দাম বেড়েছে। এখন অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। শিগগিরই এ নিয়ে তথ্য প্রকাশ করবে মার্কিন কর্তৃপক্ষ। এর আগে বিপদের বন্ধু ধাতুটির দরপতন ঘটেছে।