ঢাকা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আইপিএলে সাকিবদের অংশগ্রহণ নিয়ে যা বললেন হাথুরুসিংহে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক: ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে এবার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তিন টাইগার। যেখানে সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর পুরোনো ঠিকানা দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে মুস্তাফিজুর রহমানকে। তবে তাদের ছাড়পত্র নিয়ে ক্রমেই তৈরি হচ্ছে জটিলতা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৬তম আসর। কিন্তু বাংলাদেশের সিরিজ চলমান থাকায় ৮ এপ্রিলের আগে ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে দেখা দিয়েছে সংশয়।

ধারণা করা হচ্ছে, ৮ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই আইপিএলে যেতে হবে সাকিব ও লিটনকে। তবে বিসিবির লাল বলের চুক্তিতে না থাকায় মুস্তাফিজকে শুরু থেকেই পেতে পারে দিল্লি।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশের কোচের কাছে প্রশ্ন করা হয়েছিল আইপিএল নিয়ে। সেখানে বোর্ডের মতো চান্ডিকা হাথুরুসিংহেও সাফ জানিয়ে দিয়েছেন, দেশের হয়ে খেলাই বেশি গুরুত্বপূর্ণ।

হাথুরুসিংহে বলেছেন, ‘আমার মনে হয় বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে, আগে তুমি তোমার দেশের জন্য খেলো। এটা তাদের নিলামে নাম দেওয়া বা এনওসি চাওয়ার আগেই জানানো হয়েছে। সেটা এখনও একইরকম আছে। এর কোনো পরিবর্তন হয়েছে বলে আমার জানা নেই। তাই আমার মনে হয়, আগে দেশ পরে আইপিএল।’

সংক্ষিপ্ত সংস্করণে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সারা বিশ্বের তারকা ক্রিকেটাররা এ আসরে অংশ নেন।। প্রতিদ্বন্দ্বিতার দিক থেকেও বেশ জমজমাট। আবার চলতি বছরই ভারতে রয়েছে বিশ্বকাপ।

বিশ্বকাপের আগে ভারতে খেলার সুযোগ পেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হতো কি না–এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘তাদের দক্ষতার উন্নতি হবে এতে কোনো সন্দেহ নেই। কারণ, আইপিএল অনেক বড় টুর্নামেন্ট। কিন্তু তাদের প্রথম প্রাধান্য হচ্ছে দেশের জন্য খেলা।’

নিউজটি শেয়ার করুন

আইপিএলে সাকিবদের অংশগ্রহণ নিয়ে যা বললেন হাথুরুসিংহে

আপডেট সময় : ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক: ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে এবার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তিন টাইগার। যেখানে সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর পুরোনো ঠিকানা দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে মুস্তাফিজুর রহমানকে। তবে তাদের ছাড়পত্র নিয়ে ক্রমেই তৈরি হচ্ছে জটিলতা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৬তম আসর। কিন্তু বাংলাদেশের সিরিজ চলমান থাকায় ৮ এপ্রিলের আগে ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে দেখা দিয়েছে সংশয়।

ধারণা করা হচ্ছে, ৮ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই আইপিএলে যেতে হবে সাকিব ও লিটনকে। তবে বিসিবির লাল বলের চুক্তিতে না থাকায় মুস্তাফিজকে শুরু থেকেই পেতে পারে দিল্লি।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশের কোচের কাছে প্রশ্ন করা হয়েছিল আইপিএল নিয়ে। সেখানে বোর্ডের মতো চান্ডিকা হাথুরুসিংহেও সাফ জানিয়ে দিয়েছেন, দেশের হয়ে খেলাই বেশি গুরুত্বপূর্ণ।

হাথুরুসিংহে বলেছেন, ‘আমার মনে হয় বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে, আগে তুমি তোমার দেশের জন্য খেলো। এটা তাদের নিলামে নাম দেওয়া বা এনওসি চাওয়ার আগেই জানানো হয়েছে। সেটা এখনও একইরকম আছে। এর কোনো পরিবর্তন হয়েছে বলে আমার জানা নেই। তাই আমার মনে হয়, আগে দেশ পরে আইপিএল।’

সংক্ষিপ্ত সংস্করণে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সারা বিশ্বের তারকা ক্রিকেটাররা এ আসরে অংশ নেন।। প্রতিদ্বন্দ্বিতার দিক থেকেও বেশ জমজমাট। আবার চলতি বছরই ভারতে রয়েছে বিশ্বকাপ।

বিশ্বকাপের আগে ভারতে খেলার সুযোগ পেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হতো কি না–এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘তাদের দক্ষতার উন্নতি হবে এতে কোনো সন্দেহ নেই। কারণ, আইপিএল অনেক বড় টুর্নামেন্ট। কিন্তু তাদের প্রথম প্রাধান্য হচ্ছে দেশের জন্য খেলা।’