ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আইজিপির অ্যাকাউন্ট ফ্রিজের নামে আইওয়াশ করা হচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / ৪৩৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সরকার গোটা জাতিকে প্রভুরাষ্ট্রের কাছে বন্দী রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। ‘লুটপাট, অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ’ শীর্ষক ওই সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।

রিজভী বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে জাদুঘরে পাঠিয়ে দেয়া হয়েছে। আজকে আমরা বাংলাদেশে যাদের মাফিয়া বলে চিনি, সেসব লোক বা অন্যান্য নেতাকর্মীরা নির্বাচনে দাঁড়ালে আর কেউ সেখানে দাঁড়াতে পারে না, রাজনীতি করতে পারে না।

ভারতে এমপি আনোয়ারুল আজীম আনার খুনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করে সব প্রকাশ্যে আসার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিলেন- এখানে ভারতের কোনো ইনভলবমেন্ট নেই। অর্থাৎ, ঘোড়ার আগে তারা গাড়ি ঘুরিয়ে দিলো। ঘটনাটি নিয়ে বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে। তার (এমপি আনার) তো এই অবৈধ সরকারের এমপির সিল ছিল- এটা কি সে দেশের প্রশাসন যাচাই করেনি? পত্রিকায় পড়লাম- লাশ কেটে টুকরো টুকরো করা হয়েছে। আর সন্দেহভাজন হিসেবে কসাই জিহাদ নামে একজনকে ধরা হয়েছে। এ ধরনের অপরাধ ভারতে আশ্রয় পায় কি করে?

রিজভী বলেন, অনেক সময় আমরা শুনি বাংলাদেশের সব শীর্ষ সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে বাংলাদেশে চাঁদাবাজিসহ নানা অপরাধ করছে। এগুলো আশ্রয় পায় কীভাবে? আজকে বাংলাদেশের নিরাপত্তা ভেঙে তছনছ হয়ে গেছে। ভারতের পেরেকে তক্তপোশে বসা সরকার যেকোনো মুহূর্তে উল্টে যাবে।

অতিরিক্ত ঋণে নির্ভর করে ক্ষমতাসীনরা দেশকে ভিক্ষুক রাষ্ট্রে পরিণত করতে চায় মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতাসীনদের আত্মীয়-স্বজনরাই ঋণ খেলাপি ও লুটপাটের সঙ্গে জড়িত। এ সময় আইজিপির অ্যাকাউন্ট ফ্রিজের নামে জনগণকে আইওয়াশ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আইজিপির অ্যাকাউন্ট ফ্রিজের নামে আইওয়াশ করা হচ্ছে : রিজভী

আপডেট সময় : ০৭:৫০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

বর্তমান সরকার গোটা জাতিকে প্রভুরাষ্ট্রের কাছে বন্দী রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। ‘লুটপাট, অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ’ শীর্ষক ওই সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।

রিজভী বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে জাদুঘরে পাঠিয়ে দেয়া হয়েছে। আজকে আমরা বাংলাদেশে যাদের মাফিয়া বলে চিনি, সেসব লোক বা অন্যান্য নেতাকর্মীরা নির্বাচনে দাঁড়ালে আর কেউ সেখানে দাঁড়াতে পারে না, রাজনীতি করতে পারে না।

ভারতে এমপি আনোয়ারুল আজীম আনার খুনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করে সব প্রকাশ্যে আসার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিলেন- এখানে ভারতের কোনো ইনভলবমেন্ট নেই। অর্থাৎ, ঘোড়ার আগে তারা গাড়ি ঘুরিয়ে দিলো। ঘটনাটি নিয়ে বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে। তার (এমপি আনার) তো এই অবৈধ সরকারের এমপির সিল ছিল- এটা কি সে দেশের প্রশাসন যাচাই করেনি? পত্রিকায় পড়লাম- লাশ কেটে টুকরো টুকরো করা হয়েছে। আর সন্দেহভাজন হিসেবে কসাই জিহাদ নামে একজনকে ধরা হয়েছে। এ ধরনের অপরাধ ভারতে আশ্রয় পায় কি করে?

রিজভী বলেন, অনেক সময় আমরা শুনি বাংলাদেশের সব শীর্ষ সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে বাংলাদেশে চাঁদাবাজিসহ নানা অপরাধ করছে। এগুলো আশ্রয় পায় কীভাবে? আজকে বাংলাদেশের নিরাপত্তা ভেঙে তছনছ হয়ে গেছে। ভারতের পেরেকে তক্তপোশে বসা সরকার যেকোনো মুহূর্তে উল্টে যাবে।

অতিরিক্ত ঋণে নির্ভর করে ক্ষমতাসীনরা দেশকে ভিক্ষুক রাষ্ট্রে পরিণত করতে চায় মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতাসীনদের আত্মীয়-স্বজনরাই ঋণ খেলাপি ও লুটপাটের সঙ্গে জড়িত। এ সময় আইজিপির অ্যাকাউন্ট ফ্রিজের নামে জনগণকে আইওয়াশ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।