শনিবার, ১০ জুন ২০২৩, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংলাপের আশার প্রদীপ এখনও নেভেনি: কাদের রাসিক নির্বাচনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনির প্রচার মিছিলে জনতার ঢল নিষেধাজ্ঞা অমান্য করে বরফ কল চালু : বন্ধ করলো নৌ-পুলিশ কোরবানি ঈদ সামনে পাবনা-সিরাজগঞ্জে ভেজাল ভুসি ও ওষুধের রমরমা ব্যবসা রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প :২ লক্ষ ৯৮ হাজার টাকার যন্ত্রাংশসহ ৪ চোর আটক  মীরসরাইয়ে লোকালয় থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার তালায় কনের পিতাকে জরিমানা, পালিয়েছে বর! শাহজাদপুরে প্রফেসর ডা.এমএ মতিন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ‘সব ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের সেরা হবে’ বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে : মির্জা ফখরুল পদযাত্রা কর্মসূচির রুট ঘোষণা করেছে বিএনপি ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাপ্তাইয়ের মোশাররফ রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত  চিলমারীতে জাতীয় শ্রমিকলীগের কর্মী সভা অনুষ্ঠিত 

৯৩টি দলের বেশিরভাগেরই কাগজপত্র ঠিক নেই: ইসি

৯৩টি দলের বেশিরভাগেরই কাগজপত্র ঠিক নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে আবেদন করা ৯৩টি দলের বেশিরভাগেরই কাগজপত্র ঠিক নেই। নিবন্ধনের শর্তও পূরণ করতে পারেনি তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাত্র সাতটি দলের ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রবিজ্ঞানী ও নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, নামসর্বস্ব কোন দল যাতে নিবন্ধন না পায় সে ব্যাপারে কমিশনকে সতর্ক থাকতে হবে।

গেলো বছর নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জানিয়েছিলো ৯৩টি রাজনৈতিক দল। আবেদন অসম্পূর্ণ থাকায় ১৪টি দলের আবেদন প্রথমেই বাতিল হয়। এছাড়া ২টি রাজনৈতিক দল আবেদন প্রত্যাহার করে নেয়।

অবশিষ্ট ৭৭টি দলের কাছে আরও তথ্য চেয়ে চিঠি দেয়া নির্বাচন কমিশন। ইসি’র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবেদনকারী দলগুলোর দেয়া তথ্য ও কাগজপত্র যাচাই বাছাই করে কেবল সাতটি দলের কাগজপত্র যথাযথ পেয়েছে কমিশন।

আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন কিছু না বললেও কয়েকটি সূত্র থেকে জানা যায়, এই ৭টি দলের মধ্যে আছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপি, নাগরিক ঐক্য, বাংলাদেশ জাতীয় বঙ্গ লীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।

এই দলগুলোর নেতারা আশা করছেন, নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করতে পারলে তারা নিবন্ধন পাবেন। রাষ্ট্রবিজ্ঞানী ও নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, ইসি’র নিরপেক্ষতা নিশ্চিতেস্বাধীন ও নির্মোহভাবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা উচিৎ।

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, দলগুলোর দেয়া তথ্য এখনো যাচাই বাছাই চলছে। তবে তিনি জানান, নিরপেক্ষভাবেই রাজনৈতিক দল নিবন্ধনের কাজ করবে ইসি। এবছরের মে মাসের মধ্যে নতুন দল নিবন্ধন দেবে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *