ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৬০০ কোটি ডলারে ৫ আমেরিকানকে মুক্তি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে বন্দী থাকা যুক্তরাষ্ট্রের পাঁচ নাগরিককে মুক্তি দিয়েছে তেহরান। এই চুক্তির আওতায় জব্দ করা ইরানের ৬০০ কোটি ডলার কাতারের ব্যাংকে পাঠানো হয়েছে। দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা এসব অর্থ প্রথমে সুইজারল্যান্ডের একটি ব্যাংকে পাঠানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১০ আগস্ট কাতারের রাজধানী দোহায় এই বন্দীবিনিময় চুক্তি অনুষ্ঠিত হয়। সেই চুক্তির সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশের পাঁচজন করে ১০ বন্দিকে মুক্তি দেবে। এরই মধ্যে পাঁচ মার্কিন নাগরিককে ছেড়ে দিয়েছে ইরান। তারা স্থানীয় সময় সোমবার (১৮ ই সেপ্টেম্বর) বিমানে করে দোহায় পৌঁছেছেন।

অর্থ ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানে বন্দ থাকা ওই পাঁচ নাগরিকদের প্রথমে তেহরান বিমানবন্দরে পৌঁছান। এর আগে মার্কিন বন্দিদের আনার জন্য কাতারের একটি বিমান তেহরানে যায়। পরে ওই বিমানে করে বন্দিরা কাতারে এসে পৌঁছায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৬০০ কোটি ডলারে ৫ আমেরিকানকে মুক্তি দিল ইরান

আপডেট সময় : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ইরানে বন্দী থাকা যুক্তরাষ্ট্রের পাঁচ নাগরিককে মুক্তি দিয়েছে তেহরান। এই চুক্তির আওতায় জব্দ করা ইরানের ৬০০ কোটি ডলার কাতারের ব্যাংকে পাঠানো হয়েছে। দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা এসব অর্থ প্রথমে সুইজারল্যান্ডের একটি ব্যাংকে পাঠানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১০ আগস্ট কাতারের রাজধানী দোহায় এই বন্দীবিনিময় চুক্তি অনুষ্ঠিত হয়। সেই চুক্তির সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশের পাঁচজন করে ১০ বন্দিকে মুক্তি দেবে। এরই মধ্যে পাঁচ মার্কিন নাগরিককে ছেড়ে দিয়েছে ইরান। তারা স্থানীয় সময় সোমবার (১৮ ই সেপ্টেম্বর) বিমানে করে দোহায় পৌঁছেছেন।

অর্থ ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানে বন্দ থাকা ওই পাঁচ নাগরিকদের প্রথমে তেহরান বিমানবন্দরে পৌঁছান। এর আগে মার্কিন বন্দিদের আনার জন্য কাতারের একটি বিমান তেহরানে যায়। পরে ওই বিমানে করে বন্দিরা কাতারে এসে পৌঁছায়।