২ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
- আপডেট সময় : ০১:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ৪১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
২ হাজার পিস ইয়াবাসহ ফেনীতে মোঃ শহীদ (১৯) নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হন এই রোহিঙ্গা যুবক।
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা আটককৃত এই শহীদ। তার পিতা খালেদ হোসেনসহ স্বপরিবারে বাংলাদেশে শরনার্থী হিসেবে রয়েছেন তারা।
ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মহাসড়কের লালপোল এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। এসময় আটককৃত শহীদের কাছে থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান শরীফ জানিয়েছেন, লালপোল থেকে ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছ।