ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২১ নভেম্বর মাঠে নামছে পলাশ ও মিশু সাব্বিরের দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক : 

‘ব্যাচেলরস পয়েন্ট’ সিরিজের চরিত্রগুলো নিয়ে বিভিন্ন উৎসবে দর্শকদের চমকে দেন নির্মাতা কাজল আরেফিন অমি। সেই ধারাবাহিকতায় এরমধ্যে দর্শকরা পেয়েছেন ‘ব্যাচেলরস ঈদ’ ও ‘ব্যাচেলর কোরবানি’। এবার অমির দল হাজির হচ্ছে ‘ব্যাচেলরস ফুটবল’ নিয়ে।

চলমান ফিফা-বিশ্বকাপ উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করবে এই বিশেষ নাটকটি। যার রেশ মিলেছে প্রকাশিত ট্রেলার থেকে। ২ মিনিটের এই ট্রেলারের মাধ্যমে আঁচ মিলেছে বিশ্বকাপ নিয়ে নানা নাটকীয়তা। এমনকি টিম ‘ব্যাচেলর’ দুই ভাগ হয়েছে মিশু সাব্বির ও পলাশের নেতৃত্বে একটি টুর্নামেন্টেরও আয়োজন করেছে। যে খেলার জয়-পরাজয় দেখা যাবে ২১ নভেম্বর রাত ৯টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।

বলা দরকার নাটকের নির্মাতা অমি ব্যক্তিগতভাবে ব্রাজিল সাপোর্টার। ফলে আর্জেন্টিনা ভক্তরা আগাম সন্দেহের চোখে দেখছে অমিকে!

এ প্রসঙ্গ টেনে নির্মাতা বলেন, যেহেতু আমি ব্রাজিল সাপোর্ট করি, তাই অনেক দর্শক মনে করছেন ব্রাজিলকেই জয়ী দেখাবো এই নাটকে। আবার অনেকেই আগাম বলছেন, নাটকে আর্জেন্টিনাকে যদি হারতে দেখানো হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেবেন তারা! এটা একটা অম্লমধুর যন্ত্রণা। যদিও নির্মাতা হিসেবে এখানে আমি কোনও পক্ষের নই। আমি সকল দর্শকের জন্য নাটকটি বানিয়েছি। এমনকি যে দর্শক কাতারের সাপোর্টার, তারও ভালো লাগবে এই কাজটি দেখে। এটুকু কথা দিচ্ছি।

‘ব্যাচেলরস ফুটবল’ নাটকটিতে যথারীতি অভিনয় করেছেন ‘ব্যাচেলর’ টিমের প্রায় সব সদস্য। এরমধ্যে রয়েছেন মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষী আলম, আবদুল্লাহ রানা, আশুতোষ সুজন, জিয়াউল হক পলাশ, শিমুল, শরাফ আহমেদ জীবন, মুসাফির সৈয়দ, পাভেল, মনিরা মিঠু, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, পারসা ইভানা, লামিমা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

২১ নভেম্বর মাঠে নামছে পলাশ ও মিশু সাব্বিরের দল

আপডেট সময় : ০৯:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : 

‘ব্যাচেলরস পয়েন্ট’ সিরিজের চরিত্রগুলো নিয়ে বিভিন্ন উৎসবে দর্শকদের চমকে দেন নির্মাতা কাজল আরেফিন অমি। সেই ধারাবাহিকতায় এরমধ্যে দর্শকরা পেয়েছেন ‘ব্যাচেলরস ঈদ’ ও ‘ব্যাচেলর কোরবানি’। এবার অমির দল হাজির হচ্ছে ‘ব্যাচেলরস ফুটবল’ নিয়ে।

চলমান ফিফা-বিশ্বকাপ উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করবে এই বিশেষ নাটকটি। যার রেশ মিলেছে প্রকাশিত ট্রেলার থেকে। ২ মিনিটের এই ট্রেলারের মাধ্যমে আঁচ মিলেছে বিশ্বকাপ নিয়ে নানা নাটকীয়তা। এমনকি টিম ‘ব্যাচেলর’ দুই ভাগ হয়েছে মিশু সাব্বির ও পলাশের নেতৃত্বে একটি টুর্নামেন্টেরও আয়োজন করেছে। যে খেলার জয়-পরাজয় দেখা যাবে ২১ নভেম্বর রাত ৯টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।

বলা দরকার নাটকের নির্মাতা অমি ব্যক্তিগতভাবে ব্রাজিল সাপোর্টার। ফলে আর্জেন্টিনা ভক্তরা আগাম সন্দেহের চোখে দেখছে অমিকে!

এ প্রসঙ্গ টেনে নির্মাতা বলেন, যেহেতু আমি ব্রাজিল সাপোর্ট করি, তাই অনেক দর্শক মনে করছেন ব্রাজিলকেই জয়ী দেখাবো এই নাটকে। আবার অনেকেই আগাম বলছেন, নাটকে আর্জেন্টিনাকে যদি হারতে দেখানো হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেবেন তারা! এটা একটা অম্লমধুর যন্ত্রণা। যদিও নির্মাতা হিসেবে এখানে আমি কোনও পক্ষের নই। আমি সকল দর্শকের জন্য নাটকটি বানিয়েছি। এমনকি যে দর্শক কাতারের সাপোর্টার, তারও ভালো লাগবে এই কাজটি দেখে। এটুকু কথা দিচ্ছি।

‘ব্যাচেলরস ফুটবল’ নাটকটিতে যথারীতি অভিনয় করেছেন ‘ব্যাচেলর’ টিমের প্রায় সব সদস্য। এরমধ্যে রয়েছেন মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষী আলম, আবদুল্লাহ রানা, আশুতোষ সুজন, জিয়াউল হক পলাশ, শিমুল, শরাফ আহমেদ জীবন, মুসাফির সৈয়দ, পাভেল, মনিরা মিঠু, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, পারসা ইভানা, লামিমা প্রমুখ।