২০২৬ বিশ্বকাপে খেলবেন না মেসি
- আপডেট সময় : ০৩:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ৪৫৮ বার পড়া হয়েছে
ক্রীড়া ডেস্ক: কাতার বিশ্বকাপের শিরোপা ছুঁয়েই লিওনেল মেসি জানিয়ে দিয়েছিলেন, আরেকটি বিশ্বকাপ খেলার ইচ্ছে তার নেই। তবে জাতীয় দলের জার্সিতে যতদিন উপভোগ করেন খেলে যেতে চান।
চীন সফরে এসে আবারও একই কথা বললেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলার বিষয়ে সম্মত হয়েছেন তিনি। মেসির যুক্তরাষ্ট্রে যাওয়ার পেছনে অনেকগুলো কারণের একটি হিসেবে দেখা হচ্ছিল, দেশটির ২০২৬ বিশ্বকাপের আয়োজক হওয়া।
বর্তমানে এশিয়া সফরের অংশ হিসেবে আর্জেন্টিনা দল আছে চীনের রাজধানী বেইজিংয়ে। যেখানে ১৫ই জুন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের আগে চীনা সংবাদমাধ্যম টাইটনের সঙ্গে আগামী বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা বলেছেন, ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলবেন না।
মেসির জন্য অবশ্য জাতীয় দলের দরজা খুলে রেখেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি। কাতার বিশ্বকাপের পরে তিনি বলেছিলেন, মেসির জন্য নাম্বার টেন জার্সি তুলে রাখতে চান।