নাজমুল হক, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ বছর পর সিজার সেবা শুরু হয়েছে। এনেস্থিসিয়া ও গাইনি চিকিৎসকের অভাবে ১২ বছর ধরে সিজার সেবা বন্ধ ছিল। রোববার আবার ও এক অন্তসত্তা নারীর সিজারের মাধ্যমে অস্ত্রোপচার শুরু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে অজ্ঞানকারী ও গাইনি চিকিৎসক কেউ ছিলেন না। সিজার করতে হলে এ দুজন চিকিৎসক অবশ্যই থাকতে হয়। তাই ১২ বছর ধরে অস্ত্রোপচারের সব ধরণের যন্ত্রপাতি থাকা সত্বেও কোনো অন্তঃসত্ত্বা নারীর সিজার করা সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, এখানে গত এক বছর আগে অবেদনবিদ ডা. সুমন আহম্মেদ যোগদান করেছেন। কিন্তু গাইনি চিকিৎসক এলিজাবেদ নাহিদ কান্তা যোগদান করেছেন মাত্র তিন মাস আগে। এই দুজন বিশেষজ্ঞ ডাক্তার যোগদান করায় ওই নারীর অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে।