আন্তর্জাতিক ডেস্ক: ১০ বছর সময়ের মধ্যে ৯ সন্তানের জন্ম দিয়েছেন ২৮ বছর বয়সী মার্কিন নারী কোরা ডিউক। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনাটিতে অবাক হয়েছেন নেটিজেনরা।
সূত্রের মাধ্যমে জানা যায়, ২০০১ সালে তার বয়স যখন ১৭ বছর ওই নারী প্রথম সন্তানের জন্ম দেন। তারপরে প্রতি বছরেই অন্তঃসত্ত্বা থেকেছেন তিনি। ২০১২ সালে শেষ বা নবম সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ৯ সন্তানকে নিয়ে ৩৯ বছর বয়সি ওই মা এখন লাস ভেগাসের নেভাডায় বসবাস করছেন। গত ২৩ বছর যাবৎ লিভ ইন সম্পর্কে রয়েছেন তিনি। খবর- টাইমস নাও’র।
কোরা জানিয়েছেন, তার কোনোদিন ইচ্ছে ছিল না ৯ সন্তানের মা হওয়ার। তবে তার মতে, ৯ সন্তানের মা হওয়া তার প্রতি ঈশ্বরের আশীর্বাদ ও নির্দেশ। তাই তিনি ঈশ্বরের এই আদেশ যথাযথভাবে পালন করতে চান।
তার প্রথম এবং বড় সন্তান এলিজার বয়স ২১ বছর। তারপর শীনা, জান, কায়রো, সাইয়াহ, অ্যাভি, রোমানি এবং তাজের বয়স যথাক্রমে ২০, ১৭, ১৫, ১৪, ১৩, ১২ এবং ১০ বছর। মাতৃত্বের যাত্রাপথে একটি সন্তানকে তিনি হারিয়েছেন।
২০০৪ সালে তার কন্যাসন্তান ইউনা শিশু অবস্থায় মারা যায়। এখন সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করছেন এই নারী।