ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১০ কোটির ঘরে দেবের ‘প্রজাপতি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৩৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক : 

‘পাঠান’ ঝড়ের প্রভাব পড়েছে ভারতের কলকাতাতেও। এই সিনেমার চুক্তি অনুযায়ী হল থেকে সরে গেছে ভারতীয় বাংলা সিনেমার বেশ কিছু শো। শো হারিয়েছে বেশ কয়েকটি সিনেমাও। তার মধ্যে অন্যতম দেব প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘প্রজাপতি’। হল কমে গেলেও দর্শকরা ‘প্রজাপতি’ থেকে মুখ সরিয়ে নেয়নি, বরং হলমুখী হয়েছেন তারা। অবশেষে এর প্রভাব পড়ল বক্স অফিসেও। ৪৯তম দিনে বাংলা সিনেমার ইতিহাসে নতুন নজির গড়ল দেব-মিঠুন অভিনীত এই সিনেমাটি। যা ১০ কোটি রুপির গণ্ডি পার করেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ডিস্ট্রিবি শতদীপ সাহা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, বেশি কিছু বলার নেই। ‘প্রজাপতি’ ৪৯তম দিনে বাংলা সিনেমার বক্স অফিসে ইতিহাস গড়েছে। এটি আয় করেছে ১০.২৭ কোটি। পুরো টিমকে ধন্যবাদ ও পাশে থাকার জন্য দর্শকদেরও ধন্যবাদ। আজ ৫০তম দিন পূর্ণ করল।

করোনা-পরবর্তী সময়ে বাংলা ইন্ডাস্ট্রি এক প্রকার হতাশায় পড়েছিল। দর্শকদের হলমুখী হওয়ার আবেদন শোনা গেছে অভিনেতা থেকে শুরু করে পরিচালক-প্রযোজকদের গলায়। দর্শক ভয়কে দূরে সরিয়ে সিনেমা হলে গিয়ে ছবিও দেখেছেন। কিন্তু কোভিড-পরবর্তীতে কোনো সিনেমা এমন সুপারহিট হয়নি। অন্তত এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

Projapoti | First look poster of Dev Mithun Chakraborty starrer film  Projapati came out dgtl - Anandabazar

দীর্ঘ কয়েক বছর পর সিঙ্গেল থিয়েটারগুলোতে ‘হাউসফুল’ বোর্ড দেখা গেছে। এই প্রসঙ্গে বসুশ্রী সিনেমা হলের কথা বলতেই হয়। একটা সময় মাছি তাড়ানোর উপক্রম হয়েছিল এ হলটির। সেই সিনেমা হলে দিনের পর দিন হাউজ ফুল বোর্ড ঝুলেছে দেবের ‘প্রজাপতি’ ছবির হাত ধরে।

এই সিনেমাতে অভিজিৎ সেনের পরিচালনায় বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেব। এমনকি ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক বাবা-ছেলের মতোই। তাদের সেই সম্পর্কের প্রতিচ্ছবি এইবার দেখা গেছে সিনেমার পর্দায়। দর্শকরা ‘প্রজাপতি’ পছন্দ করেছেন তার প্রমাণ দিনের পর দিন এই সিনেমার শোয়ের বাইরে হাউজফুল বোর্ড। সারা ভারতে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। এমনকি মুক্তি পেয়েছে ভারতের বাইরেও।

এদিকে ‘বাঘাযতীন’ ছবির শুটিং শুরু করেছেন দেব। যেই ছবি অভিনেতার জীবনের অন্যতম সেরা এক মাইলস্টোন হতে চলেছে। অরুণ রায়ের পরিচালনায় এই ছবিতে দেবের বিপরীতে নতুন মুখ সৃজা দত্ত। সব মিলিয়ে দর্শক অপেক্ষা করে আছেন দেবের পরের ম্যাজিকের জন্য।

নিউজটি শেয়ার করুন

১০ কোটির ঘরে দেবের ‘প্রজাপতি’

আপডেট সময় : ০৪:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

বিনোদন ডেস্ক : 

‘পাঠান’ ঝড়ের প্রভাব পড়েছে ভারতের কলকাতাতেও। এই সিনেমার চুক্তি অনুযায়ী হল থেকে সরে গেছে ভারতীয় বাংলা সিনেমার বেশ কিছু শো। শো হারিয়েছে বেশ কয়েকটি সিনেমাও। তার মধ্যে অন্যতম দেব প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘প্রজাপতি’। হল কমে গেলেও দর্শকরা ‘প্রজাপতি’ থেকে মুখ সরিয়ে নেয়নি, বরং হলমুখী হয়েছেন তারা। অবশেষে এর প্রভাব পড়ল বক্স অফিসেও। ৪৯তম দিনে বাংলা সিনেমার ইতিহাসে নতুন নজির গড়ল দেব-মিঠুন অভিনীত এই সিনেমাটি। যা ১০ কোটি রুপির গণ্ডি পার করেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ডিস্ট্রিবি শতদীপ সাহা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, বেশি কিছু বলার নেই। ‘প্রজাপতি’ ৪৯তম দিনে বাংলা সিনেমার বক্স অফিসে ইতিহাস গড়েছে। এটি আয় করেছে ১০.২৭ কোটি। পুরো টিমকে ধন্যবাদ ও পাশে থাকার জন্য দর্শকদেরও ধন্যবাদ। আজ ৫০তম দিন পূর্ণ করল।

করোনা-পরবর্তী সময়ে বাংলা ইন্ডাস্ট্রি এক প্রকার হতাশায় পড়েছিল। দর্শকদের হলমুখী হওয়ার আবেদন শোনা গেছে অভিনেতা থেকে শুরু করে পরিচালক-প্রযোজকদের গলায়। দর্শক ভয়কে দূরে সরিয়ে সিনেমা হলে গিয়ে ছবিও দেখেছেন। কিন্তু কোভিড-পরবর্তীতে কোনো সিনেমা এমন সুপারহিট হয়নি। অন্তত এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

Projapoti | First look poster of Dev Mithun Chakraborty starrer film  Projapati came out dgtl - Anandabazar

দীর্ঘ কয়েক বছর পর সিঙ্গেল থিয়েটারগুলোতে ‘হাউসফুল’ বোর্ড দেখা গেছে। এই প্রসঙ্গে বসুশ্রী সিনেমা হলের কথা বলতেই হয়। একটা সময় মাছি তাড়ানোর উপক্রম হয়েছিল এ হলটির। সেই সিনেমা হলে দিনের পর দিন হাউজ ফুল বোর্ড ঝুলেছে দেবের ‘প্রজাপতি’ ছবির হাত ধরে।

এই সিনেমাতে অভিজিৎ সেনের পরিচালনায় বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেব। এমনকি ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক বাবা-ছেলের মতোই। তাদের সেই সম্পর্কের প্রতিচ্ছবি এইবার দেখা গেছে সিনেমার পর্দায়। দর্শকরা ‘প্রজাপতি’ পছন্দ করেছেন তার প্রমাণ দিনের পর দিন এই সিনেমার শোয়ের বাইরে হাউজফুল বোর্ড। সারা ভারতে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। এমনকি মুক্তি পেয়েছে ভারতের বাইরেও।

এদিকে ‘বাঘাযতীন’ ছবির শুটিং শুরু করেছেন দেব। যেই ছবি অভিনেতার জীবনের অন্যতম সেরা এক মাইলস্টোন হতে চলেছে। অরুণ রায়ের পরিচালনায় এই ছবিতে দেবের বিপরীতে নতুন মুখ সৃজা দত্ত। সব মিলিয়ে দর্শক অপেক্ষা করে আছেন দেবের পরের ম্যাজিকের জন্য।