সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেড়া পাম্পিং ষ্টেশন-বাঘাবাড়ি সড়ক পুনঃনির্মাণে আড়াই যুগের দুর্ভোগ লাঘব আদিতমারীতে গাইনি ও শিশুবান্ধব ওয়ার্ডের উদ্বোধন বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আকাঙ্খার মৃত্যুতে রহস্যজনক পোস্ট অভিনেত্রী কাজলের যমুনায় ওপর এগিয়ে চলেছে রেলওয়ে সেতুর কাজ ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে জেলা প্রশাসন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইতালি বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী গলাচিপায় শিশু ছবি ঘরে স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা আবারও ঢাকাই সিনেমায় আসছেন মিঠুন তাড়াশে ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ কোটির ঘরে দেবের ‘প্রজাপতি’

১০ কোটির ঘরে দেবের ‘প্রজাপতি’

বিনোদন ডেস্ক : 

‘পাঠান’ ঝড়ের প্রভাব পড়েছে ভারতের কলকাতাতেও। এই সিনেমার চুক্তি অনুযায়ী হল থেকে সরে গেছে ভারতীয় বাংলা সিনেমার বেশ কিছু শো। শো হারিয়েছে বেশ কয়েকটি সিনেমাও। তার মধ্যে অন্যতম দেব প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘প্রজাপতি’। হল কমে গেলেও দর্শকরা ‘প্রজাপতি’ থেকে মুখ সরিয়ে নেয়নি, বরং হলমুখী হয়েছেন তারা। অবশেষে এর প্রভাব পড়ল বক্স অফিসেও। ৪৯তম দিনে বাংলা সিনেমার ইতিহাসে নতুন নজির গড়ল দেব-মিঠুন অভিনীত এই সিনেমাটি। যা ১০ কোটি রুপির গণ্ডি পার করেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ডিস্ট্রিবি শতদীপ সাহা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, বেশি কিছু বলার নেই। ‘প্রজাপতি’ ৪৯তম দিনে বাংলা সিনেমার বক্স অফিসে ইতিহাস গড়েছে। এটি আয় করেছে ১০.২৭ কোটি। পুরো টিমকে ধন্যবাদ ও পাশে থাকার জন্য দর্শকদেরও ধন্যবাদ। আজ ৫০তম দিন পূর্ণ করল।

করোনা-পরবর্তী সময়ে বাংলা ইন্ডাস্ট্রি এক প্রকার হতাশায় পড়েছিল। দর্শকদের হলমুখী হওয়ার আবেদন শোনা গেছে অভিনেতা থেকে শুরু করে পরিচালক-প্রযোজকদের গলায়। দর্শক ভয়কে দূরে সরিয়ে সিনেমা হলে গিয়ে ছবিও দেখেছেন। কিন্তু কোভিড-পরবর্তীতে কোনো সিনেমা এমন সুপারহিট হয়নি। অন্তত এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

Projapoti | First look poster of Dev Mithun Chakraborty starrer film  Projapati came out dgtl - Anandabazar

দীর্ঘ কয়েক বছর পর সিঙ্গেল থিয়েটারগুলোতে ‘হাউসফুল’ বোর্ড দেখা গেছে। এই প্রসঙ্গে বসুশ্রী সিনেমা হলের কথা বলতেই হয়। একটা সময় মাছি তাড়ানোর উপক্রম হয়েছিল এ হলটির। সেই সিনেমা হলে দিনের পর দিন হাউজ ফুল বোর্ড ঝুলেছে দেবের ‘প্রজাপতি’ ছবির হাত ধরে।

এই সিনেমাতে অভিজিৎ সেনের পরিচালনায় বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেব। এমনকি ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক বাবা-ছেলের মতোই। তাদের সেই সম্পর্কের প্রতিচ্ছবি এইবার দেখা গেছে সিনেমার পর্দায়। দর্শকরা ‘প্রজাপতি’ পছন্দ করেছেন তার প্রমাণ দিনের পর দিন এই সিনেমার শোয়ের বাইরে হাউজফুল বোর্ড। সারা ভারতে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। এমনকি মুক্তি পেয়েছে ভারতের বাইরেও।

এদিকে ‘বাঘাযতীন’ ছবির শুটিং শুরু করেছেন দেব। যেই ছবি অভিনেতার জীবনের অন্যতম সেরা এক মাইলস্টোন হতে চলেছে। অরুণ রায়ের পরিচালনায় এই ছবিতে দেবের বিপরীতে নতুন মুখ সৃজা দত্ত। সব মিলিয়ে দর্শক অপেক্ষা করে আছেন দেবের পরের ম্যাজিকের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *