হেরে গেলেও জনগণের পাশে থাকব: আবুল খায়ের আব্দুল্লাহ
- আপডেট সময় : ১২:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ৪৫৪ বার পড়া হয়েছে
বরিশাল সংবাদদাতা: বরিশাল নগরীর সব ভোট কেন্দ্রের পরিবেশ ভালো। ভোট নিয়ে কোন অভিযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি বলেছেন, হেরে গেলেও জনগণের পাশে থেকে কাজ করব।
আজ সোমবার (১২ই জুন) সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দিয়ে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। এভাবে চলতে থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
এর আগে একই দিন সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭ জন প্রার্থী। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার প্রতিদ্বন্দ্বীতা করছেন। নগরীর ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ১১৮ জন, আর সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ৪২ জন নারী। বরিশাল সিটিতে মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন।