হাটহাজারী ছিপাতলী দরবার শরীফে ১২ দিনব্যাপি পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৭৮ বার পড়া হয়েছে

ছিপাতলী দরবারে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া আলিয়া শরীফে গাউছে যমান, কুতুবুল ওয়াক্ত আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী (রহঃ)’র প্রতিষ্ঠিত ২৯ তম ১২ দিন ব্যাপি পবিত্র জশনে ঈদে মিলাদুন্নী (সাঃ) আজিমুশ্শান সম্মেলনের ২ য় দিবস আজিমুশ্শানভাবে সমপন্ন হয়েছে। গত শনিবার দরবারে অনুষ্ঠিত হয় । আন্জুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ ।
এতে প্রধান অতিথি ছিলেন, আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিক্বত, মুর্শেদে বরহক হযরতুলহাজ্ব আল্লামা শাহ্ সূফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন (মাঃজিঃআ) পরে ১২ ই রবিউল আউয়াল ফজরের নামাজ জামাতে আদায়ের পর ছিপাতলী দরবার শরীফ থেকে বিশাল জশনে জুলুস উদযাপিত হবে।
বা/খ/রা