হাটহাজারীতে স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৫১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে হাটহাজারীতে স্থানীয় সরকার সরকার দিবস উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকলে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এর সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, উপজেলা সহ: কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আবু রায়হান কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ আল মামুন শিকদার, উপজেলা পরিষদের প্রকৌশলী জয়শ্রী দে,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক বোরহান উদ্দীন,নাঙ্লমোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ, গুমানমর্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব প্রমুখ।
সভা শেষে মেলায় অংশগ্রহনকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
বা/খ/রা