সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
একডালা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফটিক সম্পাদক মজিদ কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি নাথুরাম : সম্পাদক আনোয়ার নির্বাচিত গলাচিপায় ইউএনও’র প্রেস ব্রিফিং কলাপাড়ায় কোরআনে হেফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত সূর্যমুখী’র সাথে হাঁসছে কৃষক গাজীপুরে মেয়র প্রার্থীতা ঘোষণা মামুন মন্ডলের শালিখায় পানি সরবরাহের স্মল স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন সভা  লালমনিরহাটে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং এ কেমন শত্রুতা পশ্চিম রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রক অধিদপ্তরের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উজিরপুরে উপজেলা উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ার কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের কোপে যুবক জখম বাঙালহালিয়ায় ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন কলমাকান্দায় উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং  ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন ও গৃহ হস্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন

হজ কোটা পূরণ না হওয়ার শঙ্কা

হজযাত্রীদের জমা দিতে হবে না পাসপোর্ট

তিন দফা নিবন্ধনের সময় বাড়লেও মিলছে না আশানুরূপ হজযাত্রী। খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় আর ডলার-রিয়ালের সংকটে সিদ্ধান্তহীনতায় ভুগছেন লাখো হজযাত্রী। শেষ পর্যন্ত কোটা পূরণ না হওয়ার আশঙ্কা করছেন এজেন্সি মালিকরা।

বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার আর এক লাখ ১২ হাজার ১৯৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। অথচ সবশেষ তথ্য বলছে, সরকারি ব্যবস্থাপনায় মাত্র ৮ হাজার ৮৭৩ জন আর বেসকারিভাবে ৪৭ হাজার ২শ’ ১২ জন নিবন্ধিত হয়েছেন।

হাব’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব শরাফতী বলেন, “নিরপেক্ষ এভিয়েশন টেকনিক্যাল কমিটি দ্বারা যদি বিমান ভাড়াটা নির্ধারণ করা হতো তাহলে মানুষের অস্পষ্টতা থাকতো না।”

বিমান ভাড়া বৃদ্ধির কারণে এবার হজ প্যাকেজের খরচ বেড়েছে বলে মনে করা হচ্ছে। গত বছর বিমান ভাড়া ছিল এক লাখ ৪০ হাজার টাকা, আর এবার তা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।

এজেন্সি মালিকরা জানান, হজের বিষয়টায় বাংলাদেশ সরকার শুধু এয়ার টিকিটটাই দেখাশুনা করে। এর বাইরের খরচগুলো এটা কিন্তু সরকার নির্ধারণ করে না। গ্রামের হাজিরা বিশেষ করে যারা নির্দিষ্ট আয়ের লোক তাদের সাড়ে ৭ লাখ টাকা খরচ বহন করা অনেক কঠিন। এজন্য সাধারণ হাজিরা যেতে পারছেন না।

গত বছর হজে সরকারি প্যাকেজ ছিল দুটি। প্রথমটির ক্ষেত্রে এবার খরচ বেড়েছে ৯৬ হাজার ৬শ’ ৭৮ টাকা, আর দ্বিতীয়টিতে বেড়েছে এক লাখ ৬১ হাজার ৮শ’৬৮ টাকা। বেসরকারিভাবে হজ পালনে গতবারের তুলনায় খরচ বেড়েছে এক লাখ ৪৯ হাজার ৮শ’৭৪ টাকা।

হজযাত্রীরা জানান, খরচটা যদি একটু কম থাকতো তাহলে আরও বেশি মানুষ হজে যেতে পারতো। সরকার চাইলে বিমানের খরচটা কমাতে পারে।

খরচের এমন বৃদ্ধিতে মিলছে না তাই কাঙ্ক্ষিত সাড়া। এরইমধ্যে প্রথম পর্যায়ে ২২ ফেব্রুয়ারি, পরে ২৮ ফেব্রুয়ারি ও শেষ দফায় ৭ মার্চ পর্যন্ত হজের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *