নিজস্ব প্রতিবেদক: স্বচ্ছতা নিশ্চিত করা গেলে নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল।
আজ (সোমবার) সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে পারলে নির্বাচন বিতর্কের উর্ধ্বে থাকার সুযোগ থাকবে। দায়িত্বশীলতার সাথে গণমাধ্যমকে সংবাদ উপস্থাপন করার আহবান জানান প্রধান নির্বাচন কমিশনার।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ছাড়াও কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর, আনিসুর রহমান ও রাশেদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।