স্পিকারের আশ্বাসে সংসদে যাবে জাতীয় পার্টি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ৪১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের ড. শিরীন শারমিন চৌধুরীর আশ্বাসে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা।
সোমবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের স্পিকারের আশ্বাসেই জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিচ্ছে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি এক নির্দেশনায় জাতীয় পার্টির সব সংসদ সদস্যকে অধিবেশনে যোগ দিতে নির্দেশ দিয়েছেন।
এর আগে রোববার (৩০ অক্টোবর) জিএম কাদের এমপিকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্যরা জাতীয় সংসদে যাবে না বলে ঘোষণা দেওয়া হয়েছিল।