ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৬ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৯ মি. ইফতার ৬:১০ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৪০ মি. ইফতার ৬:২৩ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৮ মি. ইফতার ৬:১৯ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৫ মি. ইফতার ৬:১৬ মি. :: সিলেটে সেহেরি ৪:২৭ মি. ইফতার ৬:১০ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৮ মি. ইফতার ৬:২১ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৬ মি. ::::

স্কালোনিসহ বর্ষসেরা কোচের দৌড়ে যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৩৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ফিফার বর্ষসেরা কোচের তালিকায় লিওনেল স্ক্যালোনির থাকাটা প্রত্যাশিতই ছিল। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তিন জনের সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে স্থান হয়েছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। তিনজনই গত বছরটা দুর্দান্তভাবে কাটিয়েছেন।

তাই সংক্ষিপ্ত তালিকায় তাদের দেখাটা একপ্রকার অনুমিতই ছিল ফুটবল ভক্তদের কাছে।

বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর পেছনের কারিগর স্কালোনি। তার কৌশল মেনেই কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেন লিওনেল মেসিরা। বর্ষসেরা কোচের পুরস্কার নেওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ৪৪ বছর বয়সি এই কোচ। কেননা ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের পর পুরস্কারটা বিশ্বকাপজয়ী কোচের হাতেই উঠেছিল। ২০১৪ সালে জার্মানির ইওয়াকিম লো ও ২০১৮ সালে জিতেছিলেন ফ্রান্সের দিদিয়ের দেশম।

তবে ব্যতিক্রমও আছে স্পেনকে ২০১০ বিশ্বকাপ জিতিয়েও বর্ষসেরা কোচ হতে পারেননি ভিনসেন্তে দেল বস্ক। ইন্টার মিলানের কোচ জোসে মরিনিওর কাছে হেরে গিয়েছিলেন তিনি।

গার্দিওলা এই পুরস্কার সবশেষ জিতেছিলেন ২০১১ সালে। তখন ছিলেন বার্সেলোনার ডাগআউটে। এবার লম্বা সময় ধরে আছেন ম্যানচেস্টার সিটিতে। গত বছর তার অধীনেই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় সিটি।

অন্যদিকে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন করান আনচেলত্তি। তাই বছরটি তার জন্য আলাদাভাবে স্মরণীয় হয়ে থাকবে। যদিও বর্ষসেরা কোচের পুরস্কারটি কখনোই তার হাতে উঠেনি।

এছাড়া নারী কোচের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে আছে সোনিয়া ফরাসি ফুটবল ক্লাব অলিম্পিক লায়োনেসের কোচ। বাকি দুই জনই জাতীয় দলের কোচ। পিয়া পিয়া সুন্ধেগে ব্রাজিল মহিলা ফুটবল দলের এবং সারিনা ইংল্যান্ড ফুটবল দলের কোচ।

তার আগের দিন অবশ্য বর্ষসেরা গোলকিপারের সংক্ষিপ্ত তালিকাও দিয়েছে ফিফা। রিয়ালের থিবো কুর্তোয়ার সঙ্গে এই তালিকায় স্থান হয়েছে বিশ্বকাপে আলো ছড়ানো শিরোপা জয়ী আর্জেন্টাইন গোলপিকার এমিলিয়ানো মার্তিনেজ ও মরক্কান গোলকিপার ইয়াসিন বুনোর।

এখন ভোটাভুটির মাধ্য প্যারিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ভোট দিতে পারবেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও ভক্তরাও।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/usbt

নিউজটি শেয়ার করুন

স্কালোনিসহ বর্ষসেরা কোচের দৌড়ে যারা

আপডেট সময় : ০৪:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ফিফার বর্ষসেরা কোচের তালিকায় লিওনেল স্ক্যালোনির থাকাটা প্রত্যাশিতই ছিল। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তিন জনের সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে স্থান হয়েছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। তিনজনই গত বছরটা দুর্দান্তভাবে কাটিয়েছেন।

তাই সংক্ষিপ্ত তালিকায় তাদের দেখাটা একপ্রকার অনুমিতই ছিল ফুটবল ভক্তদের কাছে।

বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর পেছনের কারিগর স্কালোনি। তার কৌশল মেনেই কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেন লিওনেল মেসিরা। বর্ষসেরা কোচের পুরস্কার নেওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ৪৪ বছর বয়সি এই কোচ। কেননা ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের পর পুরস্কারটা বিশ্বকাপজয়ী কোচের হাতেই উঠেছিল। ২০১৪ সালে জার্মানির ইওয়াকিম লো ও ২০১৮ সালে জিতেছিলেন ফ্রান্সের দিদিয়ের দেশম।

তবে ব্যতিক্রমও আছে স্পেনকে ২০১০ বিশ্বকাপ জিতিয়েও বর্ষসেরা কোচ হতে পারেননি ভিনসেন্তে দেল বস্ক। ইন্টার মিলানের কোচ জোসে মরিনিওর কাছে হেরে গিয়েছিলেন তিনি।

গার্দিওলা এই পুরস্কার সবশেষ জিতেছিলেন ২০১১ সালে। তখন ছিলেন বার্সেলোনার ডাগআউটে। এবার লম্বা সময় ধরে আছেন ম্যানচেস্টার সিটিতে। গত বছর তার অধীনেই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় সিটি।

অন্যদিকে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন করান আনচেলত্তি। তাই বছরটি তার জন্য আলাদাভাবে স্মরণীয় হয়ে থাকবে। যদিও বর্ষসেরা কোচের পুরস্কারটি কখনোই তার হাতে উঠেনি।

এছাড়া নারী কোচের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে আছে সোনিয়া ফরাসি ফুটবল ক্লাব অলিম্পিক লায়োনেসের কোচ। বাকি দুই জনই জাতীয় দলের কোচ। পিয়া পিয়া সুন্ধেগে ব্রাজিল মহিলা ফুটবল দলের এবং সারিনা ইংল্যান্ড ফুটবল দলের কোচ।

তার আগের দিন অবশ্য বর্ষসেরা গোলকিপারের সংক্ষিপ্ত তালিকাও দিয়েছে ফিফা। রিয়ালের থিবো কুর্তোয়ার সঙ্গে এই তালিকায় স্থান হয়েছে বিশ্বকাপে আলো ছড়ানো শিরোপা জয়ী আর্জেন্টাইন গোলপিকার এমিলিয়ানো মার্তিনেজ ও মরক্কান গোলকিপার ইয়াসিন বুনোর।

এখন ভোটাভুটির মাধ্য প্যারিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ভোট দিতে পারবেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও ভক্তরাও।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/usbt