সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আকাঙ্খার মৃত্যুতে রহস্যজনক পোস্ট অভিনেত্রী কাজলের যমুনায় ওপর এগিয়ে চলেছে রেলওয়ে সেতুর কাজ ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে জেলা প্রশাসন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইতালি বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী গলাচিপায় শিশু ছবি ঘরে স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা আবারও ঢাকাই সিনেমায় আসছেন মিঠুন তাড়াশে ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বৃহস্পতিবার পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ‘মারবার্গ ভাইরাসে আক্রান্তদের অর্ধেকই মারা গেছেন’

স্কালোনিসহ বর্ষসেরা কোচের দৌড়ে যারা

স্কালোনিসহ বর্ষসেরা কোচের দৌড়ে যারা

স্পোর্টস ডেস্ক : 

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ফিফার বর্ষসেরা কোচের তালিকায় লিওনেল স্ক্যালোনির থাকাটা প্রত্যাশিতই ছিল। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তিন জনের সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে স্থান হয়েছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। তিনজনই গত বছরটা দুর্দান্তভাবে কাটিয়েছেন।

তাই সংক্ষিপ্ত তালিকায় তাদের দেখাটা একপ্রকার অনুমিতই ছিল ফুটবল ভক্তদের কাছে।

বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর পেছনের কারিগর স্কালোনি। তার কৌশল মেনেই কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেন লিওনেল মেসিরা। বর্ষসেরা কোচের পুরস্কার নেওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ৪৪ বছর বয়সি এই কোচ। কেননা ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের পর পুরস্কারটা বিশ্বকাপজয়ী কোচের হাতেই উঠেছিল। ২০১৪ সালে জার্মানির ইওয়াকিম লো ও ২০১৮ সালে জিতেছিলেন ফ্রান্সের দিদিয়ের দেশম।

তবে ব্যতিক্রমও আছে স্পেনকে ২০১০ বিশ্বকাপ জিতিয়েও বর্ষসেরা কোচ হতে পারেননি ভিনসেন্তে দেল বস্ক। ইন্টার মিলানের কোচ জোসে মরিনিওর কাছে হেরে গিয়েছিলেন তিনি।

গার্দিওলা এই পুরস্কার সবশেষ জিতেছিলেন ২০১১ সালে। তখন ছিলেন বার্সেলোনার ডাগআউটে। এবার লম্বা সময় ধরে আছেন ম্যানচেস্টার সিটিতে। গত বছর তার অধীনেই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় সিটি।

অন্যদিকে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন করান আনচেলত্তি। তাই বছরটি তার জন্য আলাদাভাবে স্মরণীয় হয়ে থাকবে। যদিও বর্ষসেরা কোচের পুরস্কারটি কখনোই তার হাতে উঠেনি।

এছাড়া নারী কোচের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে আছে সোনিয়া ফরাসি ফুটবল ক্লাব অলিম্পিক লায়োনেসের কোচ। বাকি দুই জনই জাতীয় দলের কোচ। পিয়া পিয়া সুন্ধেগে ব্রাজিল মহিলা ফুটবল দলের এবং সারিনা ইংল্যান্ড ফুটবল দলের কোচ।

তার আগের দিন অবশ্য বর্ষসেরা গোলকিপারের সংক্ষিপ্ত তালিকাও দিয়েছে ফিফা। রিয়ালের থিবো কুর্তোয়ার সঙ্গে এই তালিকায় স্থান হয়েছে বিশ্বকাপে আলো ছড়ানো শিরোপা জয়ী আর্জেন্টাইন গোলপিকার এমিলিয়ানো মার্তিনেজ ও মরক্কান গোলকিপার ইয়াসিন বুনোর।

এখন ভোটাভুটির মাধ্য প্যারিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ভোট দিতে পারবেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও ভক্তরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *