বিনোদন ডেস্ক :
সংবাদ উপস্থাপক ও অভিনেত্রী রেহনুমা মোস্তফা এরই মধ্যে ছোটপর্দায় অভিনয় করে পরিচিত পেয়েছেন। এবার নাম লেখালেন বড়পর্দায়।
‘কুপ’ নামের সিনেমায় কলকাতার জনপ্রিয় অভিনেতা মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসের নায়িকা হচ্ছেন রেহনুমা। সিনেমাটি নির্মাণ করছেন যুগল নির্মাতা জাকির হোসাইন সীমান্ত এবং সাইফুল ইসলাম অনিক।
এ প্রসঙ্গে রেহনুমা জানান, দ্রুতই শুরু হবে সিনেমার শুটিং। নির্মাতা জাকির হোসাইন সীমান্ত বলেন, গো ডট রান ইন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে আমাদের নতুন সিনেমা ‘কুপ’। শনিবার (৪ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজে। সত্য ঘটনা দিয়ে অনুপ্রাণিত একটি মনোমুগ্ধকর যাত্রায় দর্শকদের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি থাকছে আমাদের। এরই মধ্যে কিছু অংশের কাজ শেষ হয়েছে।
‘কুপ’ সিনেমায় দুই বাংলার শিল্পীরা অভিনয় করছেন। এর মধ্যে বিশেষ করে কলকাতার মন্টু পাইলট খ্যাত সৌরভ দাস, বাংলাদেশের রেহনুমা মোস্তফা, সাজিদ মোহাম্মদ, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আরমান পারভেজ মুরাদ, ইকবালসহ আরও অনেকে। এর সংলাপ লিখেছেন তরুণ লেখক নাজিম-উদ-দৌলা।