সৌদি লিগে মাসসেরা রোনালদো
- আপডেট সময় : ১২:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ৫১৬ বার পড়া হয়েছে
সৌদি লিগে আগস্ট মাসের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন রোনালদো। সৌদি লিগের নতুন মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১০ ম্যাচ, করেছেন ১১ গোল। জিতে নিয়েছেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপাও।
সব মিলিয়ে সময়টা বেশ যাচ্ছে পর্তুগিজ এই তারকার। এবার আরও একটা সুসংবাদ পেলেন রোনালদো। সৌদি লিগে আগস্ট মাসের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। মাসসেরা হওয়ার দৌড়ে হারিয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা, এখন আল আহলিতে খেলা আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ, আল ইত্তিহাদের ইগর করোনাদো ও আল হিলালের ব্রাজিলিয়ান উইঙ্গার মালকমকে।
সৌদি প্রো লিগ ও এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব মিলিয়ে আগস্টে ৪ ম্যাচ খেলা রোনালদো একটি হ্যাটট্রিকসহ করেছেন ৫ গোল, ৩ গোলে সহযোগিতাও করেছেন। অবশ্য রোনালদোর পাঁচ গোল ও তিন গোল সহায়তার প্রত্যেকটাই এসেছে মাসের শেষ দুই ম্যাচে। আল ফাতেহর বিপক্ষে হ্যাটট্রিক করা রোনালদো সাদিও মানে কে দিয়ে দুটি গোল করিয়েছিলেন। আবার গত ম্যাচে আল শাবাবের বিপক্ষে নিজে করেছেন জোড়া গোল, মানেকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। ম্যাচটাও আল নাসর জিতেছে হেসেখেলে – ৪-০ গোলে।