সেমিতে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
- আপডেট সময় : ০১:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ৪১৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :
ঠিক যেন ১৯৯২ সালের চিত্র ফুটে উঠেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইমরান খানের দল যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৯৯২ সালে নকআউট পর্বে উঠেছিল, ঠিক এবারও বাবর আজমের দল খুঁড়িয়ে খুঁড়িয়ে, ভাগ্যের সহায়তা নিয়ে উঠেছে সেমিফাইনালে।
১৯৯২ সালে যেমন সেমিতে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। যদিও সেবার সেমিফাইনালটি ছিল নিউজিল্যান্ডের মাটিতে। অকল্যান্ডের ইডেন পার্কে। এবারের সেমিফাইনালটি সিডনির ক্রিকেট গ্রাউন্ডে। তবে সেবারও টস জিতেছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষে ব্যাট করা পাকিস্তানের কাছে হেরে যায় তারা।
এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের প্রথম ম্যাচে আজ সিডনিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে বোলিংয়ে নামবে বাবর আজমের পাকিস্তান। ঠিক যেন ৩০ বছর আগের চিত্র।
টস হারের পরেও বাবর আজম জানালেন, আমরাও আগে ব্যাট করতাম। আমরা একটি দল হিসাবে আত্মবিশ্বাসী এবং আমরা গতি বহন করার চেষ্টা করব। তাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে, আমরা শান্ত থাকার চেষ্টা করব। আমরা এই খেলায় ফোকাস করার চেষ্টা করছি।
পাকিস্তান একাদশ :
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি।
নিউজিল্যান্ড একাদশ :
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।