সেনবাগে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৫১৩ বার পড়া হয়েছে

নোয়াখালী সেনবাগ থানা পুলিশ সুমাইয়া আক্তার প্রকাশ মীম (২২) নামের এক আবুধাবী প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে। মীম উপজেলার ২নং কেশারপাড় ইউপির খাজুরিয়া গ্রামের আবুল কালামের বাড়ির আবুল কালামে মেয়ে ও একই ইউপির বীরকোট গ্রামের আবুধাবী প্রবাসী মীর হোসেনের স্ত্রী। তাদের আড়াই বছরের একটি সন্তান রয়েছে।
মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলার কারনে পিতা আবুল কালাম মেয়ের নিকট থেকে মোবাইলফোন কেড়ে নেওয়ায় পিতার ওপর অভিমান করে মীম পিতার বাড়িতে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সেনবাগ থানার এসআই সুলতান আজমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স রবিবার রাত ৯টার দিকে ঘটনাস্থলে পৌছে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন জানান, এঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।
বা/খ/রা