রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রতিনিধি :
বিচারপ্রার্থী মানুষের প্রার্থীত বিচারিক সেবাসমূহ দ্রুত ও সহজে প্রদান সুনিশ্চিত করণ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সুনামগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) বেলা ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির এর সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মৈত্রী ভট্টাচার্য এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন।
বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. এহসান শাহ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, পিপি ড. খায়রুল কবির রুমেন এডভোকেট, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তৈয়বুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হকসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট প্রধানগণ।
সভায় ফৌজদারী মোকদ্দমা নিস্পত্তিতে প্রতিবন্ধকতা ও সমাধান বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন বলেছেন, বিচারপ্রার্থী মানুষের প্রার্থীত বিচারিক সেবাসমূহ দ্রুত ও সহজে প্রদান সুনিশ্চিত করণ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যেই সুনামগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এই সভার মধ্যে দিয়ে আমরা ফৌজদারী মোকদ্দমা নিস্পত্তিতে প্রতিবন্ধকতা ও সমাধান বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানসহ দেশে প্রচলিত অন্যান্য আইনের পারস্পরিক আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে সুনামগঞ্জ জেলার ফৌজদারী বিচার ব্যবস্থার বিভিন্ন সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও সেগুলোর সম্ভাব্য সমাধান নির্ধারণ এবং বিচারপ্রার্থী মানুষের প্রার্থীত বিচারিক সেবাসমূহ দ্রুত ও সহজে প্রদান সুনিশ্চিত করতে চাই। পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স ফৌজদারী মামলায় ন্যায়বিচার নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সব অংশীদারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।
বা/খ: জই