ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সুনামগঞ্জে চলছে শাহ আবদুল করিম লোক উৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • / ৪৭৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রতিনিধি :

বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে দুই দিনব্যাপী লোক উৎসব চলছে। আজ শনিবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত চলবে এ উৎসব।
আবদুল করিম পরিষদের আয়োজনে বেসরকারি সংস্থা বিকাশের সহযোগিতায় শুক্রবার (৩ মার্চ) রাতে সমবেত গানের মধ্যে দিয়ে শুরু হয় দুইদিনব্যাপী লোক উৎসব। এ উপলক্ষে আব্দুল করিম স্মৃতি সংগ্রহশালার সামনে ও গ্রামের মাঠে বসেছে মেলা। শাহ আবদুল করিম বেঁচে থাকা অবস্থায় ২০০৬ সাল থেকে ধল গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে শাহ আব্দুল করিম লোক উৎসব।

শাহ আবদুল করিমের একমাত্র ছেলে উৎসব আয়োজন কমিটির আহবায়ক শাহ নূর জালালের সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা পারমিতা দাসের সঞ্চালনায় বাউল সম্রাটের জীবন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, বিকাশের ইভিজি প্রধান হুমায়ুন কবির,বাংলাদেশ বেতারের উপ-পরিচালক জাহিদ হাসান ও লেখক সামারিন দেওয়ান প্রমুখ। পরে শাহ আব্দুল করিমের ভক্তদের অংশগ্রহণে শুরু হয় লোকগান ও স্মৃতিচারণ অনুষ্ঠান। উৎসবের দুইদিনই রাতভর শাহ আব্দুল করিম রচিত আধ্যাত্মিক, রমী ও সারি গান পরিবেশন করবেন দেশের বিখ্যাত ও স্থানীয় বাউলশিল্পীরা।
শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন এ উৎসবে। আমাদের পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে আমি আশা করি সরকারি সহযোগিতা পেলে আরও বৃহত্তর আকারে আমরা লোক উৎসবের আয়োজন করতে পারবো।

মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার শক্তিতে বলীয়ান বিদ্রোহী বাউল শিল্পী একুশে পদকপ্রাপ্ত শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রæয়ারি ধল গ্রামে জন্মগ্রহণ করেন। অভাবের তাড়নায় তিনি স্কুল ছেড়ে হয়ে যান গৃহস্থের বাড়ির রাখাল। পড়াশোনা না করতে পারলেও মুখে মুখে গান রচনা করে গাইতে শুরু করেন। বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্টের নির্বাচন, সাতান্নর কাগমারী সম্মেলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামেই তিনি গানকে হাতিয়ার হিসেবে নিয়েছিলেন। শাহ আবদুল করিমের গানে ফুটে উঠেছে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার কথা। আছে শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের অধিকারের কথা। স্বাধীনতা সংগ্রামের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিরাইয়ের জনসভায় এসে গান শুনে তাকে পুরস্কৃত করেন।

 

বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জে চলছে শাহ আবদুল করিম লোক উৎসব

আপডেট সময় : ০৯:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রতিনিধি :

বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে দুই দিনব্যাপী লোক উৎসব চলছে। আজ শনিবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত চলবে এ উৎসব।
আবদুল করিম পরিষদের আয়োজনে বেসরকারি সংস্থা বিকাশের সহযোগিতায় শুক্রবার (৩ মার্চ) রাতে সমবেত গানের মধ্যে দিয়ে শুরু হয় দুইদিনব্যাপী লোক উৎসব। এ উপলক্ষে আব্দুল করিম স্মৃতি সংগ্রহশালার সামনে ও গ্রামের মাঠে বসেছে মেলা। শাহ আবদুল করিম বেঁচে থাকা অবস্থায় ২০০৬ সাল থেকে ধল গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে শাহ আব্দুল করিম লোক উৎসব।

শাহ আবদুল করিমের একমাত্র ছেলে উৎসব আয়োজন কমিটির আহবায়ক শাহ নূর জালালের সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা পারমিতা দাসের সঞ্চালনায় বাউল সম্রাটের জীবন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, বিকাশের ইভিজি প্রধান হুমায়ুন কবির,বাংলাদেশ বেতারের উপ-পরিচালক জাহিদ হাসান ও লেখক সামারিন দেওয়ান প্রমুখ। পরে শাহ আব্দুল করিমের ভক্তদের অংশগ্রহণে শুরু হয় লোকগান ও স্মৃতিচারণ অনুষ্ঠান। উৎসবের দুইদিনই রাতভর শাহ আব্দুল করিম রচিত আধ্যাত্মিক, রমী ও সারি গান পরিবেশন করবেন দেশের বিখ্যাত ও স্থানীয় বাউলশিল্পীরা।
শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন এ উৎসবে। আমাদের পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে আমি আশা করি সরকারি সহযোগিতা পেলে আরও বৃহত্তর আকারে আমরা লোক উৎসবের আয়োজন করতে পারবো।

মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার শক্তিতে বলীয়ান বিদ্রোহী বাউল শিল্পী একুশে পদকপ্রাপ্ত শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রæয়ারি ধল গ্রামে জন্মগ্রহণ করেন। অভাবের তাড়নায় তিনি স্কুল ছেড়ে হয়ে যান গৃহস্থের বাড়ির রাখাল। পড়াশোনা না করতে পারলেও মুখে মুখে গান রচনা করে গাইতে শুরু করেন। বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্টের নির্বাচন, সাতান্নর কাগমারী সম্মেলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামেই তিনি গানকে হাতিয়ার হিসেবে নিয়েছিলেন। শাহ আবদুল করিমের গানে ফুটে উঠেছে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার কথা। আছে শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের অধিকারের কথা। স্বাধীনতা সংগ্রামের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিরাইয়ের জনসভায় এসে গান শুনে তাকে পুরস্কৃত করেন।

 

বা/খ: জই