ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সুনামগঞ্জে আ.লীগের সম্মেলনে সংঘর্ষ হয়নি : ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / ৪৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
সুনামগঞ্জে সোমবার (১৪ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কোনো সংঘর্ষ হয়নি বলে দাবি করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভা শেষে ওবায়দুল কাদের এ দাবি করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সুনামগঞ্জে একজন মারা গেছেন। এ ঘটনার সঙ্গে সম্মেলনের কোনো সম্পর্ক নেই। কিছু গণমাধ্যম এ নিয়ে মিথ্যা খবর প্রচার করেছে।

এর আগে সোমবার (১৪ নভেম্বর) সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহত ব্যক্তির নাম আজমল চৌধুরী (৩৫)। তিনি উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামের আবদুল হান্নানের ছেলে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন বলে জানা যায়।

সোমবার (১৪ নভেম্বর) দিরাই উপজেলার বিএডিসি মাঠে আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলন শুরু হওয়ার কিছুক্ষণ পর দুপুর ১টার দিকে তর্কে জড়ান দুপক্ষের সমর্থকরা। বাগবিতণ্ডার একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন তারা। এমনকি মঞ্চে উপস্থিত নেতাদের লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়তে শুরু করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ঢাল হিসেবে মাথায় চেয়ার দিয়ে রক্ষা পান। ঘটনার পর প্রায় এক ঘণ্টা সম্মেলনের কার্যক্রম বন্ধ ছিল। সংঘর্ষ থামার পর আবার সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

এদিকে সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছেন দুপক্ষের নেতারা। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশরাফ মিয়া বলেন, তার সমর্থকদের শান্তিপূর্ণ মিছিল সম্মেলনস্থলে পৌঁছানোর পর অপর পক্ষের নেতাকর্মীরা হামলা করেছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় বলেন, প্রধান ও বিশেষ অতিথিরা মঞ্চে ওঠার পর মোশারফ মিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াতের কর্মীরা মিছিল করে এসে মঞ্চ লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। দলের কর্মীরা এ সময় মানবঢাল তৈরি করে এবং মাথায় চেয়ার তুলে নেতাদের রক্ষা করেন। পুলিশের ভূমিকা এ সময় দুর্বল ছিল বলে দাবি করেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জে আ.লীগের সম্মেলনে সংঘর্ষ হয়নি : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
সুনামগঞ্জে সোমবার (১৪ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কোনো সংঘর্ষ হয়নি বলে দাবি করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভা শেষে ওবায়দুল কাদের এ দাবি করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সুনামগঞ্জে একজন মারা গেছেন। এ ঘটনার সঙ্গে সম্মেলনের কোনো সম্পর্ক নেই। কিছু গণমাধ্যম এ নিয়ে মিথ্যা খবর প্রচার করেছে।

এর আগে সোমবার (১৪ নভেম্বর) সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহত ব্যক্তির নাম আজমল চৌধুরী (৩৫)। তিনি উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামের আবদুল হান্নানের ছেলে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন বলে জানা যায়।

সোমবার (১৪ নভেম্বর) দিরাই উপজেলার বিএডিসি মাঠে আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলন শুরু হওয়ার কিছুক্ষণ পর দুপুর ১টার দিকে তর্কে জড়ান দুপক্ষের সমর্থকরা। বাগবিতণ্ডার একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন তারা। এমনকি মঞ্চে উপস্থিত নেতাদের লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়তে শুরু করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ঢাল হিসেবে মাথায় চেয়ার দিয়ে রক্ষা পান। ঘটনার পর প্রায় এক ঘণ্টা সম্মেলনের কার্যক্রম বন্ধ ছিল। সংঘর্ষ থামার পর আবার সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

এদিকে সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছেন দুপক্ষের নেতারা। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশরাফ মিয়া বলেন, তার সমর্থকদের শান্তিপূর্ণ মিছিল সম্মেলনস্থলে পৌঁছানোর পর অপর পক্ষের নেতাকর্মীরা হামলা করেছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় বলেন, প্রধান ও বিশেষ অতিথিরা মঞ্চে ওঠার পর মোশারফ মিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াতের কর্মীরা মিছিল করে এসে মঞ্চ লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। দলের কর্মীরা এ সময় মানবঢাল তৈরি করে এবং মাথায় চেয়ার তুলে নেতাদের রক্ষা করেন। পুলিশের ভূমিকা এ সময় দুর্বল ছিল বলে দাবি করেন তিনি।