সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় ইউএনও’র প্রেস ব্রিফিং কলাপাড়ায় কোরআনে হেফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত সূর্যমুখী’র সাথে হাঁসছে কৃষক গাজীপুরে মেয়র প্রার্থীতা ঘোষণা মামুন মন্ডলের শালিখায় পানি সরবরাহের স্মল স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন সভা  লালমনিরহাটে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং এ কেমন শত্রুতা পশ্চিম রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রক অধিদপ্তরের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উজিরপুরে উপজেলা উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ার কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের কোপে যুবক জখম বাঙালহালিয়ায় ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন কলমাকান্দায় উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং  ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন ও গৃহ হস্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত ফরিদপুরে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

সুজয়কে অন্তর্বাস কিনে দিতে চাইলেন শ্রীলেখা

সুজয়কে অন্তর্বাস কিনে দিতে চাইলেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক : 

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’— স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব শ্রীলেখা। সমসাময়িক নানা ইস্যু নিয়ে এ মাধ্যমে কথা বলে থাকেন তিনি। এবার কলকাতার অভিনেতা, বাচিক-শিল্পী, জেন্ডার-রাইটস অ্যাক্টিভিস্ট সুজয় প্রসাদ চ্যাটার্জিকে নিয়ে মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন তিনি।

কয়েক দিন আগে সুজয় তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, তার গায়ে অফ হোয়াইট শার্ট, পরনে ধোতি প্যান্ট। বেশ স্পষ্ট তার স্তনবৃন্ত। আর এ ছবিকে কেন্দ্র করে শুরু হয় নানারকম মন্তব্য। এ ছবির কমেন্ট বক্সে শ্রীলেখা লিখেন— ‘চল ব্রা শপিং করাই তোকে।’ এ মন্তব্য সুজয়ের দৃষ্টি এড়ায়নি। জবাবে এই অভিনেতা লিখেন, ‘মোটেও নাৃ। বেশ কেমন ফুলের মতো ফুটে উঠেছে।’

শ্রীলেখা ও সুজয় প্রসাদের এই কথোপকথন নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা। বেশিরভাগ নেটিজেনই তাদের দিকে আঙ্গুল তুলেছেন। শিপ্রা মুখার্জি নামে একজন লিখেছেন, ‘ছি! ছি! ছি! এই ধরনের মানসিকতা ও মন্তব্য অত্যন্ত খারাপ। বিশেষ করে এই এখানে! প্রকৃতি তাকে যেমন তৈরি করেছে তিনি তেমনি। দৃষ্টিকটু লাগলে দেখবেন না। কিন্তু কাউকে প্রকৃতিগত কারণে কুমন্তব্য না করাটাই সুশিক্ষা।’

এক নেটিজেন শ্রীলেখার কমেন্টে খানিকটা হতাশ হয়েছেন। তিনি লিখেন, ‘দিদি আমি তোমার সব কথা, কাজ খুব সমর্থন করি। কোনোদিন রিপ্লাই করা হয়ে ওঠেনি। কিন্তু এই কথাটায় সমর্থন করতে পারলাম না।’ যদিও তাকে পালটা জবাব দিয়েছেন খোদ সুজয় প্রসাদ। শ্রীলেখা মিত্র স্রেফ রসিকতা করেছেন বলেই তার দাবি।

সম্প্রতি ‘বিনোদিনী’ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন শ্রীলেখা মিত্র। রুক্মিণী মৈত্রের সাফল্য সহ্য করতে না পেরে তিনি কটাক্ষ ভরা পোস্ট করেছেন বলেই দাবি করেন অনেকে। সেসব বিতর্কের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছুদিন দূরেই ছিলেন শ্রীলেখা!

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *