আন্তর্জাতিক ডেস্ক: ব্যর্থ মার্কিন ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংকে (এসভিবি) রাখা টাকা সোমবার (১৩ মার্চ) থেকে তোলা যাবে। মার্কিন সরকার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি’র।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়, ফেডারেল রিজার্ভ ও ফেডারেল ডিপোজিট ইনসুরেন্স করপোরেশন (এফডিআইসি) জানিয়েছে, ব্যাংকে যাদের অর্থ রয়েছে তারা পুরোপুরি সুরক্ষা পাবেন।
প্রতিষ্ঠান তিনটির ওই বিবৃতিতে বলা হয়েছে, করদাতারা এতে করে ক্ষতির শিকার হবেন না। শুক্রবার ব্যাংকটির সব সম্পদ জব্দ করে এসভিবি বন্ধ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা। ২০০৮ সালের আর্থিক সংকটের পর এটি যুক্তরাষ্ট্রের ব্যর্থ হওয়া সবচেয়ে বড় ব্যাংক।
কর্তৃপক্ষের যৌথ বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন ব্যাংকিং ব্যবস্থা স্থিতিস্থাপক এবং একটি শক্ত ভিত্তির ওপর আছে, বিশেষ করে আর্থিক সংকটের পরে যে সংস্কারগুলো করা হয়েছিল, তা ব্যাংকিং খাতে আরও ভালো সুরক্ষা নিশ্চিত করেছিল।
এতে বলা হয়, আজকের পদক্ষেপগুলো আমানতকারীদের সঞ্চয় নিরাপদ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আমাদের প্রতিশ্রুতিই বহিঃপ্রকাশ।